মেড ইন চায়না : পর্ব-২৩: অ্যাবাকাস
এতে পরিষ্কার যে, চীনের অ্যাবাকাস শুধু প্রাচীন বা বিলুপ্ত কোনো গণনা যন্ত্র নয়, এর নানামুখী ব্যবহার এখনও আছে। অ্যাবাকাস-ভিত্তিক মানসিক গণনা পদ্ধতির চর্চা করলে মনে মনেই সেরে ফেলা যায় বড় অংকের যোগ, বিয়োগ, গুণ ও ভাগ। এর ব্যবহারে আমাদের মগজের ভেতর তৈরি হয় একটি কার্যকর অ্যালগরিদম। গবেষণায় দেখা গেছে, দীর্ঘমেয়াদি অ্যাবাকাস ভিত্তিক প্রশিক্ষণ নেওয়া হলে মানুষের স্মৃতিশক্তি ও প্রক্রিয়াকরণ ক্ষমতাও বাড়ে। গবেষণা আরও বলছে, অ্যাবাকাসের ব্যবহার আমাদের মগজের নিউরাল নেটওয়ার্কের ক্ষমতাও বাড়ায়। এ গণনা পদ্ধতি আমাদের মগজের ভিসুওস্প্যাশিয়াল এবং ভিসুওমোটর প্রক্রিয়াকরণের সঙ্গে জড়িত। অর্থাৎ অ্যাবাকাস ব্যবহার করতে করতে একসময় আমাদের মনের ভেতরও একটি কাল্পনিক অ্যাবাকাস তৈরি হয়ে যায়, যা দিয়ে বিশেষ কোনো পরিশ্রম ছাড়াই করে ফেলা যায় বড় অংকের গাণিতিক সমাধান।
গ্রন্থনা ও উপস্থাপনা: ফয়সল আবদুল্লাহ
অডিও সম্পাদনা: নাজমুল হক রাইয়ান
কণ্ঠ: শান্তা/ফয়সল
সার্বিক তত্ত্বাবধান: ইউ কুয়াং ইউয়ে আনন্দী