মেড ইন চায়না : পর্ব-১৮ : ম্যালেরিয়ার ওষুধ আর্টিমিসিনিন
· নির্দিষ্ট কিছু ক্যান্সারসহ অন্যান্য রোগের চিকিৎসায়ও আর্টিমিসিনিনের সম্ভাব্যতা নিয়ে গবেষণা করা হচ্ছে। পলিসিস্টিক ওভারি সিনড্রোমের চিকিৎসাতেও ব্যবহৃত হচ্ছে আর্টিমিসিনিন।
যে ভিয়েতনাম যুদ্ধের সেনাদের বাঁচাতে ওষুধের খোঁজে শত শত চীনা বিজ্ঞানী নিরলস কাজ শুরু করেছিলেন, সেই যুদ্ধ শেষ হয় ১৯৭৫ সালে। অর্থাৎ ওষুধটা পাওয়া গিয়েছিল যুদ্ধের একেবারে শেষের দিকে। অবশ্য তাতে কী! বিশ্বে যে পরিমাণ মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ও প্রতিনিয়ত হচ্ছেন তাদের জন্য যুগ যুগ ধরে আশীর্বাদ হয়ে থাকবে চীনা আবিস্কার আরটিমিসিনিন।
গ্রন্থনা ও উপস্থাপনা: ফয়সল আবদুল্লাহ
অডিও সম্পাদনা: নাজমুল হক রাইয়ান
কণ্ঠ: শান্তা/ফয়সল/সৌরভ
সার্বিক তত্ত্বাবধান: ইউ কুয়াং ইউয়ে আনন্দী