মানুষ ও প্রকৃতি ১৫
খং হাইনান, শাংহাই চিয়াও থোং ইউনিভার্সিটির অধীনে রিভার্স অ্যান্ড লেক এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি রিসার্চ সেন্টারের পরিচালক। তিনি বলেন, “ওটেলিয়া আকুমিনাটা জলের গুণমান পরিমাপের জন্য একটি সূচক। যেখানে ওটেলিয়া আকুমিনাটা আছে, সেখানে পানির গুণমান অবশ্যই গ্রেড-৩ বা তার বেশি হতে হবে। এমনকি, ওটেলিয়া পানিকে আরও বিশুদ্ধ করতে পারে।"
মে থেকে অক্টোবর মাস পর্যন্ত ওটেলিয়া আকুমিনাটার ফুল ফোটে। এসময় এই স্থান হয়ে ওঠে পর্যটক এবং ফটোগ্রাফারদের আকর্ষণের জায়গা। উদ্ভিদটির ফুলগুলো কেবল দেখার জন্যই নয়, এর ঘ্রাণ ও অনন্য স্বাদ নিতেও আসেন পর্যটকরা।
গত ১০ বছরে আরহাই হ্রদের পানির গুণমান উন্নত করতে দুই হাজার হেক্টর জমিতে কৃত্রিম জলাভূমি স্থাপন করেছে স্থানীয় সরকার।
প্রতিবেদন: নাজমুল হক রাইয়ান
সম্পাদনা: শান্তা মারিয়া
সুপ্রিয় শ্রোতা অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা।
আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রত্যেকের রয়েছে কিছু ভূমিকা। আসুন জীববৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসি। আর নতুন বৃক্ষ রোপণ করি। আমাদের মায়ের মতো পরিবেশকে রক্ষা করি। এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। আগামি সপ্তাহে আবার কথা হবে। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা : ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া
অডিও পরিকল্পনা ও সম্পাদনা: হোসনে মোবারক সৌরভ