বাংলা

মানুষ ও প্রকৃতি ১৫

CMGPublished: 2024-09-22 19:30:22
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

দক্ষিণ-পশ্চিম চীনের ইউননান প্রদেশের এরিউয়ান কাউন্টির একটি স্বচ্ছ পানির হ্রদ আরহাই। চারপাশে উঁচু পাহাড়ে ঘেরা অঞ্চলটি প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য লীলাভূমি। আরহাই হ্রদের পানিতে আকাশের নীলিমা আর পাহাড়ের ছায়া মিলে তৈরি হয় এক মোহনীয় দৃশ্য।

সাম্প্রতিক বছরগুলোতে এই হ্রদের পানির গুণমান ব্যাপকভাবে বেড়েছে। আর এর পেছনে ভূমিকা রেখেছে ওটেলিয়া আকুমিনাটা নামের একটি জলজ উদ্ভিদ। যার হাত ধরে এখানকার স্থানীয়দের জীবনমানে যুক্ত হয়েছে নতুন পালক।

এই আরহাই হ্রদ, ইয়ুননান প্রদেশের বৃহত্তম মালভূমির হ্রদগুলোর একটি। তালি শহরের স্থানীয় বাসিন্দাদের কাছে এই হ্রদ ‘মাদার লেক’ নামে পরিচিত। কিছুটা কানের মতো আকারের হ্রদটি দেখতে প্রতি বছর লাখ লাখ পর্যটক ছুটে আসেন এখানে। একজন পর্যটক বলেন, ‘এখানকার পরিবেশ অনেক বেশি সুন্দর। হ্রদটি ভালোভাবে সংরক্ষণ করা হয়েছে, যার ফলে এখানকার পানির গুণমানও এখন চমৎকার।’

প্রাকৃতিক বিস্ময় হ্রদটি দুই দশক আগে ধ্বংসের দ্বারপ্রান্ত ছিল। সুরক্ষার অভাবে এই হ্রদের পানির গুণমানও খারাপ হতে থাকে। যার ফলে এখানকার শৈবালগুলোও পড়ে বেশ বিপদে।

এরপর ইয়ুননান প্রশাসন এই হ্রদের পানির গুণমান উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ নেয়। এতে প্রতিনিয়ত বাড়ছে পানির গুনমাণ, এ কারণে ওটেলিয়া আকুমিনাটা ফুলের আকারও বড় হচ্ছে।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn