মানুষ ও প্রকৃতি ১৫
যা রয়েছে এবারের পর্বে
১. স্পটেড সিল: বোহাই সাগরের আত্মা
২. আরহাই লেকের জীববৈচিত্র্য
নিবিড় সবুজ অরণ্য। পাখির ডানা মেলার শব্দ। নীল আকাশ। দূষণহীন সমুদ্র। আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই ।পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র্য।
সুপ্রিয় শ্রোতা মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য। পরিবেশ, বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র। আমাদের অনুষ্ঠানে আমরা চীনসহ পুরো বিশ্বের পরিবেশ, জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো।
স্পটেড সিল: বোহাই সাগরের আত্মা
একটি স্পটেড সিল। পানির মধ্যে আরামে সাঁতার কাটছে। ওকে রাখা হয়েছে তালিয়ান সিটির সায়েন্স রিসার্চ ইন্সটিটিউটের স্পটেড সিল উদ্ধার কেন্দ্রে। ভবিষ্যতে তাকে সাগরে অবমুক্ত করা হবে। কেমন প্রাণী এই স্পটেড সিল। কেন তাকে চীনে প্রথম শ্রেণীর সুরক্ষা দেয়া হয়? চলুন শোনা যাক এক প্রতিবেদনে।
প্যাকেজ: পরিস্কার পানি। মনের আনন্দে এখানে সাঁতার কাটছে একটি স্পটেড সিল । ও এখন রয়েছে উত্তর চীনের লিয়াওনিং ওশ্যান অ্যান্ড ফিশারিজ সায়েন্স রিসার্চ ইন্সটিটিউটের স্পটেড সিল উদ্ধার কেন্দ্রে। এখানে এক দল স্পটেড সিলের সঙ্গে বেশ আরামেই রয়েছে ও। তবে কিছুদিন পরেই ওকে মুক্ত করা হবে সুনীল সাগরের জলে। ও ফিরে যাবে ওর প্রাকৃতিক আবাসে।
এই কেন্দ্রের কর্মী ওয়াং চেন। ৩৪ বছর বয়সী এই গবেষণা কর্মী ২০১৮ সালে এই কেন্দ্রে যোগ দেন। তিনি বলেন যখন উদ্ধারপ্রাপ্ত সিলগুলো সুস্থ হয়ে হয়ে ওঠে ওদের সাগরে ছেড়ে দেয়া হয়। জলের প্রাণীকে জলে ফিরে যেতে দেখলে দারুণ ভালো লাগে তার।
স্পটেড সিলকে বলা হয় বোহাই সাগরের আত্মা। স্পটেড সিল স্তন্যপায়ী জলজ প্রাণী। পূর্ণবয়স্ক স্পটেড সিলের ওজন ৮২ থেকে ১০৯ কেজি পর্যন্ত হতে পারে। দৈর্ঘ্যে ১৫০ থেকে ২১০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। গোলমুখ। ছোট মাছ, সামুদ্রিক উদ্ভিদ এদের প্রধান খাদ্য। শীতকালে ওরা সাগরে বরফের টুকরোর উপর ভেসে বেড়ায়। গ্রীষ্মকালে খোলা মহাসাগরে অথবা তীরের কাছাকাছি জলে সাঁতার কাটে।