মানুষ ও প্রকৃতি ১৫
চীনে এরা প্রথম শ্রেণীর জাতীয় সুরক্ষার অধীনে রয়েছে। এটি একমাত্র পিননিপড মেরিন ম্যামাল যারা চীনের জলসীমায় জন্মগ্রহণ করে।
উত্তর প্রশান্ত মহাসাগর ও এর সংলগ্ন সাগর উপসাগরে এদের বাস। এদেরকে প্রকৃত সিল বলা হয়। জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশ ধ্বংস হওয়াসহ বিভিন্ন কারণে এরা ঝুঁকির মধ্যে রয়েছে।
স্পটেড সিল লাজুক প্রকৃতির প্রাণী। সহজে মানুষের কাছে আসে না। ওরা দল বেঁধে থাকে। কখনও কখনও অবশ্য একাও থাকতে পারে।
উত্তর চীনের সাগর উপসাগরে স্পটেড সিল দেখা যায়। লিয়াওনিং প্রদেশের উপকূলীয় শহর তালিয়ানে তাই তাদের জন্য গবেষণা ও উদ্ধারকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। তালিয়ান ন্যাশনাল স্পটেড সিল নেচার রিজার্ভ স্থাপন করা হয়েছে। লিয়াওতোং উপসাগরের তটরেখা ধরে এই প্রাকৃতিক সংরক্ষিত অঞ্চল।
চীন সরকারের পরিবেশ সুরক্ষামূলক কাজের ফলে বর্তমানে প্রকৃতিতে এদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
প্রতিবেদন: শান্তা মারিয়া
সম্পাদনা: ফয়সল আবদুল্লাহ
আরহাই লেকের জীববৈচিত্র্য
আরহাই হ্রদ, ইয়ুননান প্রদেশের বৃহত্তম মালভূমি হ্রদগুলোর মধ্যে একটি। স্ফটিক-স্বচ্ছ পানির সঙ্গে চারপাশের তুষার-ঢাকা পাহাড় এবং সবুজের প্রতিফলনে দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এ হ্রদ।
তালি শহরের স্থানীয় বাসিন্দাদের কাছে "মাদার লেক" নামে পরিচিত এটি। এখানে রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য। বিশেষ করে একটি জলজ ফুল ওটেলিয়া আকুমিনাটা রয়েছে এখানে। এই জলজ উদ্ভিদের কারণে হ্রদটির পরিবেশ উন্নত করা সম্ভব হয়েছে। চলুন ঘুরে আসা যাক আরহাই হ্রদ থেকে।