বাংলা

মেড ইন চায়না: পর্ব-১৬: সয়াবিন তেল

CMGPublished: 2024-09-14 14:57:41
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

তবে গত বছর থেকেই চীন সয়াবিন চাষের জন্য জমির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৪ লাখ ৭০ হাজার হেক্টরে। এতে করে ওই বছর সয়াবিন উৎপাদন হয়েছিল ২ কোটি ৮ লাখ ৪০ হাজার টন।

হেইলংচিয়াংকে বলা হয় চীনের শস্যভাণ্ডার। সেই হেইলংচিয়াং একাডেমি অফ এগ্রিকালচারাল সায়েন্সেস এই বছর বাজারে একটি নতুন পরিবর্তিত জিনের সয়াবিনের জাত প্রবর্তন করবে৷ একাডেমির সহযোগী গবেষক রেন হংলেই বলেন, নতুন এ জাতে প্রতি হেক্টরে সার ৪ হাজার কেজি ফলন পাওয়া যাচ্ছে। এমনকি এই বীজের প্রোটিনের পরিমাণ আগের চেয়ে ৪২ শতাংশ। অর্থাৎ নতুন এ জাত সারা দেশে ছড়িয়ে পড়লে ফলন হবে দ্বিগুণ।

সুপ্রিয় শ্রোতা আজকের মেড ইন চায়না ছিল এ পর্যন্তই। আগামী সপ্তাহে একই সময়ে আসবো চীনের সাড়া জাগানো আরেকটি আবিষ্কারের গল্প নিয়ে। ভালো থাকুন সুস্থ থাকুন।

গ্রন্থনা ও উপস্থাপনা: ফয়সল আবদুল্লাহ

কণ্ঠ: রওজায়ে জাবিদা ঐশী ও হোসনে মোবারক সৌরভ

অডিও সম্পাদনা: নাজমুল হক রাইয়ান

সার্বিক তত্ত্বাবধান: ইউ কুয়াং ইউয়ে আনন্দী

首页上一页1234 4

Share this story on

Messenger Pinterest LinkedIn