মেড ইন চায়না: পর্ব-৯: চীনামাটি
· চীন থেকে চীনামাটির কদর ইউরোপে পৌঁছায় অষ্টাদশ শতকের শুরুর দিকে। কাওলিন খনিজটি হাতে পেলেও তখন ইউরোপের মৃৎশিল্প কারিগররা চীনামাটির জিনিসপত্র তৈরি করতে পারতেন না। তাই দীর্ঘসময় চীনামাটির বাসনকোসন তৈরির প্রক্রিয়া শিখতে তাদের আসা-যাওয়া করতে হয়েছে চীনে।
· চীনামাটি স্বাস্থ্যসম্মত। সাধারণ পাথরের চেয়ে চীনামাটির স্ল্যাবে খাবার প্রস্তুত করা তাই অধিক নিরাপদ।
চীনামাটির সঙ্গে চীনের প্রাচীন ইতিহাসের সম্পর্কটা বেশ গভীর। এ কারণে চীনের প্রাচীন চীনামাটির জিনিসপত্রের মধ্যে দেওয়া থাকে সেটা কোন রাজবংশের আমলে তৈরি হয়েছিল সেই তথ্য বা সীল মোহর। আবার চীনামাটির সঙ্গে ঐতিহ্যের সম্পর্ক এতটাই যে, অনেক সময় প্রত্নতাত্ত্বিক সাইটেও পাওয়া যায় ভাঙা চীনামাটির টুকরো। তখন সেই ভাঙা টুকরোটিও বেশ যত্ন করে রাখা হয় জাদুঘরে।
গ্রন্থনা ও উপস্থাপনা: ফয়সল আবদুল্লাহ
অডিও সম্পাদনা: হোসনে মোবারক সৌরভ
সার্বিক তত্ত্বাবধান: ইউ কুয়াং ইউয়ে আনন্দ