মেড ইন চায়না:পর্ব-৭ আকুপাংচার
মেড ইন চায়না
পর্ব-৭
আকুপাংচার
হাজার বছর আগের কাগজ ও চা থেকে শুরু করে আজকের প্যাসেঞ্জার ড্রোন, কিংবা নতুন জ্বালানির গাড়ি। সুপ্রাচীনকাল থেকেই বিশ্বসভ্যতা এগিয়ে চলেছে চীনের শক্তিশালী আবিষ্কারের হাত ধরে। নানা সময়ে দারুণ সব আবিষ্কার করে আধুনিক সভ্যতার ভিত গড়ে দিয়েছে চীন। আর সেই সব আবিষ্কার নিয়ে আমাদের নিয়মিত আয়োজন মেড ইন চায়না।
মেড ইন চায়নার সপ্তম পর্বে সাথে আছি আমি ফয়সল আবদুল্লাহ... আজকের পর্বে থাকছে চীনের আবিষ্কার আকুপাংচারের কথা।
হাজার বছর আগে থেকেই মানুষ আবিষ্কার করে আসছে নানা ধরনের ওষুধ। মাঝে মাঝে দেখা যায় প্রাচীন কোনো শাস্ত্রের হাত ধরেও আবিষ্কার হচ্ছে আধুনিক কোনো ওষুধ কিংবা চিকিৎসাপদ্ধতি। মোটকথা, চিকিৎসা শাস্ত্রকে চাইলেই কোনো একটি ছকে ফেলে দেওয়া যাবে না। এর রয়েছে কার্যকরী অনেকগুলো শাখা।
যেমন অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি কিংবা ইউনানি। আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে এমনই এক দারুণ চিকিৎসা পদ্ধতির শিকড় রচনা হয়েছিল চীনে। যার নাম আকুপাংচার।
সময় গড়িয়েছে অনেক। বিশ্বের দরজায় এখন কড়া নাড়ছে শক্তিশালী এআই, কোয়ান্টাম কম্পিউটার এবং বুদ্ধিমান রোবট। তারপরও আকুপাংচারের কদর একটুও কমেনি। বরং চীন থেকে এই আকুপাংচারের কলাকৌশল এখন রীতিমতো রপ্তানি হচ্ছে উন্নত বিশ্বে। পশ্চিমা বিশ্বের অনেক দেশই আগ্রহের সঙ্গেই জানতে চাচ্ছে কার্যকর এই ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা পদ্ধতি সম্পর্কে। আর এই আকুপাংচার কিন্তু শতভাগ মেড ইন চায়না।
আগে জেনে নেওয়া যাক আকুপাংচার সম্পর্কে
ঐতিহ্যগত চীনা ওষুধ বা চিকিৎসাপদ্ধতিকে সংক্ষেপে বলা হয টিসিএম। এই টিসিএম তথা ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন হলো রোগ প্রতিরোধ, নির্ণয় এবং চিকিত্সার এমন এক ব্যবস্থা যা হাজার হাজার বছর ধরে বিভিন্ন চীনা বিশেষজ্ঞের হাতে বিকশিত হয়েছে।