বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৫২

CMGPublished: 2024-01-20 15:32:41
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১. ঢাকায় চীনের বর্ণিল বসন্ত-উৎসব গালা

PKG:

চীনা শিল্পীদের বাদ্যযন্ত্রে ভেসে আসছে বাংলাদেশের

আবার একই মঞ্চে, একই সুরে বাংলাদেশ ও চীনের বন্ধুত্বের বার্তা

দুই দেশের সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করতে বাংলাদেশের রাজধানী ঢাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল স্প্রিং ফেস্টিভ্যাল গালা। দ্য ২০২৪ "ভয়েসেস অফ স্প্রিং, গোল্ডেন ড্রিমস" শিরোনামে অনুষ্ঠিত হয় ক্রস বর্ডার স্প্রিং ফেস্টিভ্যাল ইভনিং গালা। গেল বুধবার সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে যৌথভাবে এই গালার আয়োজন করে ইয়ুননানের প্রাদেশিক সরকার এবং বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস।

চীনের ইয়ুননান প্রদেশ থেকে আসা এক ঝাঁক শিল্পীর ঐতিহ্যগত নাচ, গান, অ্যাক্রোবেটিক্স, বাদ্যযন্ত্র ও জাদুসহ মনোমুগ্ধকর নানা পরিবেশনায় মুখরিত হয় গোটা আয়োজনস্থল। পাশাপাশি ছিলো বাংলাদেশের খুদে শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn