চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৫১
‘এ আয়োজটির মাধ্যমে লোকজন থাই-সংস্কৃতি সম্পর্কে আরও ভালো জানতে পারছেন। আমরা এখানে যে পোশাক নিয়ে এসেছি তার ২০০ বছরের ঐতিহ্য রয়েছে। ছক্রি রাজংশের আমলে চতুর্থ ও পঞ্চম রামের রাজত্বকালে লোকজন এ পোশাক পরতেন।’
সপ্তাহব্যাপী ফ্যাশন শোতে এ শিল্পসংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও ফ্যাশন ডিজাইনাররা একটি ফোরামে অংশ নেন। তারা সেলাই ও বুনন কৌশলসহ প্রাচীন পোশাকের সংরক্ষণ এবং আধুনিক সময়ের উপযোগী পোশাক উদ্ভাবনের উপায় নিয়ে মতবিনিময় করেন।
প্রতিবেদন: মাহমুদ হাশিম।
২. হারবিন আন্তর্জাতিক বরফ ও তুষার ভাস্কর্য উৎসব
দর্শনীয় আতশবাজি প্রদর্শন এবং ড্রোন শোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চল্লিশতম হারবিন আন্তর্জাতিক বরফ ও তুষার ভাস্কর্য উৎসব।
উত্তর-পূর্ব চীনের হেইলুং চিয়াং প্রদেশের রাজধানী হারবিনে শুরু হয়েছে এ উৎসব। এখানকার শতাধিক বরফ ও তুষারের ভাস্কর্য দর্শনার্থীদের ভীষণ আকৃষ্ট করছে।
এ বছর হারবিন আইস-স্নো ওয়ার্ল্ড ৮ লাখ ১০ হাজার বর্গমিটার জায়গা জুড়ে অনুষ্ঠিত হচ্ছে। দর্শনার্থীরা বিভিন্ন চিত্তাকর্ষক ভাস্কর্য দেখে বিস্ময় প্রকাশ করছেন। কারণ ৫শ’ মিটার লম্বা বরফের স্লাইড বরাবরই হিমশীতল তাপমাত্রার মধ্যে একটি উত্তেজনাপূর্ণ বিশেষ অনুভূতি দেয় তাদের।
প্রতিবছর শীতকালে চীনের অন্যতম শীর্ষ পর্যটন গন্তব্যে পরিণত হয় এই হারবিন। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, তিন দিনের খ্রিষ্টীয় নববর্ষের ছুটিতে ৩০ লাখের বেশি পর্যটক স্থানটি ভ্রমণ করেছেন।
আন্তর্জাতিক বরফ ও তুষার ভাস্কর্য উৎসবের উদ্বোধন বরফের শহরের শীতকালীন পর্যটনের জন্য সুবর্ণ সময়কালের সূচনা করেছে।
এদিকে, হেইলুং চিয়াং প্রদেশের হারবিন আইস-স্নো ওয়ার্ল্ড গিনেস রেকর্ড ভেঙেছে। আয়োজনটি উদ্বোধন হওয়ার সঙ্গে সঙ্গেই এ তথ্যটি নিশ্চিত করা হয়।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিচারক চায়না আইস অ্যান্ড স্নো ট্যুরিজম ডেভেলপমেন্ট ফোরাম-২০২৪-এ এই সনদটি ইস্যু করেন।