চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৫১
১. ইউননানে ছুশিয়ং ফ্যাশন সপ্তাহ
চীনে সাংস্কৃতিক বৈচিত্রের জন্য নাম রয়েছে দক্ষিণের ইউননান প্রদেশের। সম্প্রতি বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক নিয়ে সেখানে আয়োজিত হয় একটি নতুন ফ্যাশন শো।
ইউননানের স্বায়ত্তশাসিত ছুশিয়ং ই প্রিফেকচারে ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত চলে ফ্যাশন সপ্তাহটি। এ অঞ্চলে ই জাতিগোষ্ঠীর মানুষের বাস, যাদের এমব্রায়োডারি কাজের রয়েছে দারুণ সুনাম।
ছুশিয়ং ফ্যাশন সপ্তাহে ৪০টি ফ্যাশন শোতে ই জাতিসহ চীনের বিভিন্ন প্রদেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর এক হাজার পোশাক প্রদর্শিত হয়।