চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৫১
হাইনানের উচিশানের প্রচার বিভাগের প্রধান ইউ ছিয়ান বলছিলেন তাদের অংশগ্রহণ সম্পর্কে।
‘তিগোষ্ঠীর সংস্কৃতির পরিচয়বাহী প্রধান একটি উপকরণ পোশাক। আমরা এখানে আমন্ত্রিথ হয়ে সম্মানিত বোধ করছি। এখানে আমরা লি ও মিয়াও জাতিগোষ্ঠীর পোশাক প্রদর্শন করছি।’
ছুশিয়ংয়ের ই জাতিগোষ্ঠীর এমব্রয়ডারির ১ হাজার ৭০০ বছরের প্রাচীন ঐতিহ্য রয়েছে। সাম্প্রতিক সময়ে স্থানীয় প্রশাসন প্রাচীন এ ঐতিহ্যবাহী শিল্পটির পুনরুজ্জবীন ও আধুনিক ফ্যাশনের সঙ্গে এর সমন্বয়ে কাজ করছে।
চুশিয়ংয়ের প্রচার বিভাগের প্রধান লি ওয়েনচুয়ান জানালেন তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা।
‘২০২৫ সালে আমরা এমব্রয়ডারি কারিগরের সংখ্যা ১ লাখে উন্নীত করতে চাই এবং এবং এর বাজার মূল্য এক বিলিয়ন ইউয়ানে নিতে চাই। আমরা ব্র্যান্ডিংয়ে জোর দিচ্ছি। আমরা চীনের সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকারের সঙ্গে যোগ রেখে একটি গ্লোবাল ব্র্যান্ড প্রতিষ্ঠায় কাজ করছি।’
ছুশিয়ং ফ্যাশন উইক শুধুর চীন নয়, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, মালয়েশিয়া, ভিয়েতনাম, লাওস ও থাইল্যান্ডের বিভিন্ন জাতিগোষ্ঠীর পোশাক ও সংস্কৃতিকেও তুলে ধরছে।
থাইল্যান্ডের অংশগ্রহণকারী কিটি টিপ্পাওয়ান জানালেন মেলায় তাদের অংশগ্রহণের গুরুত্বের কথা।