চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৫০
দুই দেশের গানের আদান প্রদান আরও বৃদ্ধি করা উচিত উল্লেখ করে এই ধরণের আয়োজন চীন ও বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময় আরও বাড়াবে বলে জানান এই দুই শিল্পী।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে বাংলা অনুষ্ঠান সম্প্রচার শুরু হয় ১৯৬৯ সালের ১ জানুয়ারি ওই সময়ের রেডিও পিকিংয়ের মাধ্যমে। পরবর্তীতে রেডিও পিকিংয়ের নাম পরিবর্তন হয়ে রেডিও বেইজিংয়ে পরিণত হয় এবং পরে তা পরিবর্তন হয়ে বিশ্বে সুপরিচিতি পায় চীন আন্তর্জাতিক বেতারে।
২০১৮ সালে চীন আন্তর্জাতিক বেতার এবং আরও ৩টি রাষ্ট্রীয় গণমাধ্যম – চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি), চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) এবং চায়না ন্যাশনাল রেডিও (সিএনআর) নিয়ে গঠিত হয় চায়না মিডিয়া গ্রুপ সিএমজি।
প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী /সম্পাদনা: মাহমুদ হাশিম
ছবি: নাসুরুল্লাহ মানসুর রাসু।
----------------------------------------------------------------------
সার্বিক তত্ত্বাবধানে: ইউ কুয়াং ইউয়ে আনন্দী
প্রযোজনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম
অডিও সম্পাদনা: হোসনে মোবারক সৌরভ।