চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৫০
১. চীনে খ্রিস্টীয় নববর্ষ উদযাপন
লেজার শো, ফায়ারওয়ার্ক শো বা আতশবাজিসহ বর্ণাঢ্য আয়োজনে চীন জুড়ে উদযাপিত হয়েছে খ্রিষ্টীয় নববর্ষ ২০২৪। নতুন বছরকে স্বাগত জানাতে গেল রোববার চীনের বিভিন্ন অঞ্চলে রাতভর চলে নানা আয়োজন।
উত্তর-পূর্ব চীনের চিলিন প্রদেশের চিলিন শহরে আলোকসজ্জা, আতশবাজি ও একটি লেজার লাইট শো প্রদর্শনের মাধ্যমে নববর্ষকে স্বাগত জানানো হয়।
পার্শ্ববর্তী লিয়াওয়ুয়ান সিটিতে একটি তুষার-থিমযুক্ত পার্ক পর্যটকদের তুষার এবং বরফের ভাস্কর্য যেমন তুষারমানব, প্রাণী এবং স্থাপত্যের মতো সুন্দর আকারের শিল্প উপস্থাপন করে। রাত নামার সঙ্গে সঙ্গে পার্কে মানুষের ঢল নামতে শুরু করে।
উত্তর-পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের শেনইয়াং শহরেও, আলোকসজ্জার পাশাপাশি গান ও নাচ পরিবেশনের মধ্য দিয়ে ২০২৪ সালকে বরণ করে নেয় অপেক্ষমাণ জনগণ।