বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৫০

CMGPublished: 2024-01-06 15:59:33
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

দক্ষিণ-পশ্চিম চীনের ছোংছিং মিউনিসিপ্যালিটির কেন্দ্রস্থলে একটি স্কয়ারে ঘণ্টা বাজিয়ে ২০২৩কে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়।

আতশবাজি ফুটিয়ে চীনের হংকং এবং ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল খ্রিষ্টীয় নতুন বছরকে স্বাগত জানায়। হংকংয়ের ভিক্টোরিয়া হারবার এবং ম্যাকাওয়ের ম্যাকাও টাওয়ারে যথাক্রমে আতশবাজি ও লাইট শো’র আয়োজন করা হয়। ২০২৪কে স্বাগত জানাতে জড়ো হন নাগরিকরা।

হংকং ট্যুরিজম বোর্ডের মতে, এই বছরের আতশবাজির প্রদর্শনী ইতিহাসে সবচেয়ে বড় আকারের ছিলো। এর আগে এই অঞ্চলে নববর্ষের আগের দিন গণনা অনুষ্ঠানের আয়োজন করে ম্যাকাওর কালচারাল ব্যুরো।

প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী/সম্পাদনা: মাহমুদ হাশিম।

২. সিএমজি’র জমকালো নববর্ষ-গালা

জমকালো আয়োজন আর বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে বিশ্ববাসী। তারই অংশ হিসেবে চীনেও তৈরি হয় উৎসবের আমেজ। নতুন বছরকে বরণ করতে এবং দর্শকদের আনন্দের মাত্রা বাড়িয়ে দিতে প্রতি বছরের মত এবারও সিএমজি আয়োজন করে জাঁকজমকপূর্ণ এক গালা অনুষ্ঠানের।

ইংরেজি নববর্ষ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের এবারের নাম ‘সেট সেল ২০২৪’। পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের তাইচৌতে মঞ্চস্থ করা হয় মনোমুগ্ধকর এই সাংস্কৃতিক পরিবেশনাটি ।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn