চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৫০
৫ হাজার বছরের পুরনো চীনা ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মিশেলে এই আয়োজনে ছিল অত্যাধুনিক প্রযুক্তি এবং শৈল্পিক নান্দনিকতার সংমিশ্রণ, যা দর্শকদেরকে একটি উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদর্শন করে।
মনোমুগ্ধকর এই গালায় তুলে ধরা হয় শুচৌর পিংথান। এটি মূলত দক্ষিণ চিয়াংসু প্রদেশের জনপ্রিয় একটি বাদ্যযন্ত্র।
মৌখিক পারফরম্যান্সের মধ্যে ছিল বিশেষ শিল্প ফর্ম, থিয়েন চিন ক্ল্যাপার টক যা মূলত হাতের তালির সাথে ছন্দময় কথার একটি দারুন পরিবেশনা।
এ ছাড়াও উত্তর-পূর্ব চীনের লোকনৃত্য, মার্শাল আর্ট এবং ঐতিহ্যবাহী চীনা বাদ্যযন্ত্রকেও দারুন ভাবে তুলে ধরা হয় বর্ণাঢ্য গালাতে।
স্ট্রিট ড্যান্সের সাথে চীনের ঐতিহ্যবাহী নৃত্যের মিশেলে ছিল একটি যৌথ পরিবেশনা। একটি ক্রিয়েটিভ, উদ্যমী এবং মৌলিক নাচের সাথে চীনা লোকনৃত্যের এই মিশেল অনুষ্ঠানে যোগ করে নতুন মাত্রা।
এ ছাড়াও নাচ, গান, অপেরা এবং ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের পারফরম্যান্স ছিল মনোমুগ্ধকর। গায়ক, অভিনেতা এবং পারফর্মিং শিল্পীদের তারকা-খচিত পরিবেশনা দারুণ উপভোগ করেছেন চীন ও বিশ্বের দর্শক।