চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৪৭
তার বাবা পরবর্তিকালে সপরিবারে চেচিয়াং প্রদেশের চিয়াসি শহরে চলে আসেন। লিউ ইয়ুশি দক্ষিণ চীনে বড় হন। দক্ষিণ চীনের প্রাকৃতিক সৌন্দর্য তিনি কখনও ভুলতে পারেননি। তার কবিতায় অনেক সময় এই প্রকৃতি প্রতিফলিত হয়েছে। ৭৯৩ সালে তিনি রাজকীয় চাকরির পরীক্ষা চিনশি পাশ করেন। ৮০০ সালে লিউ সামরিক অফিসার তু ইয়ুর সচিব হন। ফলে সামরিক জীবনকে প্রত্যক্ষ করার অভিজ্ঞতা হয় তার। রাজনৈতিক জটিলতা এবং সম্রাট পরিবর্তনের ফলে লিউ বেকায়দায় পড়ে যান। আগের সম্রাট তাকে পছন্দ করলেও নতুন সম্রাট লিউ’র উর্ধ্বতন কর্মকর্তাকে অপছন্দ করেন এবং তাকে আত্মহত্যা করতে বাধ্য করেন। লিউ এবং অন্যান্য সামরিক অফিসারদের সাম্রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে পাঠিয়ে দেয়া হয়। লিউ বিভিন্ন সময়ে কুয়াংতোং প্রদেশের লিয়ানচৌ, হুনান প্রদেশের লাংচৌশহরে চাকরি করেন। ৮১৫ সালে রাজধানী ছাংআনে তাকে ফিরিয়ে আনা হয়। কিন্তু দরবারের রাজনীতি নিয়ে বিদ্রুপাত্মক কবিতা লেখায় আবার তাকে বদলি করা হয় কুইচৌ প্রদেশে। ৮২৬ সালে লিউ ফিরে আসেন লুওইয়াংয়ে। ৮৩০ সালের পর লিউ এর জীবনে কিছুটা স্বস্তি আসে। তিনি সুচৌ শহরের প্রশাসক হন। এরপর হ্যনান এবং পরে শায়ানসি প্রদেশেও বড় পদে চাকরি করেন। ৮৪১ সালের পর তিনি অবসর গ্রহণ করেন এবং উপদেষ্টা হিসেবে কাজ করেন। এই সময় তিনি লুওইয়াং শহরে বাস করতেন। আরেকজন অবসরপ্রাপ্ত বিখ্যাত কবি পাই চু য়ির সঙ্গে তার বেশ বন্ধুত্ব গড়ে ওঠে। দুই প্রবীণ কবি কাব্য আলোচনায় সময় কাটাতেন। ৮৪২ সালে ৭১ বছর বয়সে মৃত্যু বরণ করেন লিউ। তাকে মরণোত্তর সম্মাননা দিয়ে রাজস্ব মন্ত্রীর খেতাব দেয়া হয়।
লিউ’র কবিতা ছিল সাহসী এবং সত্যকথনের জন্য সুপরিচিত। তিনি ক্ষমতাধরদের পদলেহন করতেন না। তিনি লোকজ ঢংয়েও কিছু কবিতা লিখেছেন। বাঁশ শাখার গান, উইলো শাখার গান এবং কৃষিক্ষেত্রের গান তার বিখ্যাত তিনটি লোকজ গ্রামীণ ধরনের কবিতা। থাং কবিতার জগতে এ ধারাটি ছিল একেবারে নতুন ধরনের। তার দার্শনিক কবিতা থিয়ানলুন স্বর্গের সঙ্গে মানুষের সম্পর্ককে তুলে ধরেছে।
তার একটি কবিতা শোনাচ্ছি।
প্রাসাদের সড়ক
পাখির সেতুর প্রান্তে জন্মেছে আগাছা, বেড়ে উঠেছে তৃণ
প্রাসাদের সড়কের উপর ঝুলে আছে অস্তগামী সূর্য
ভরত পাখিরা উড়ে যাচ্ছে যেন অতীতের আঁকা ছবি
ছোট গৃহের সামনে লুটিয়ে পড়ছে সন্ধ্যার আলো।
এই কবিতায় লিউ ইয়ুশি যে চিত্রকল্প তৈরি করেছেন তা অনবদ্য। এক প্রাসাদ নগরীর রাজপথ ও তার পাশে সেতু এবং ছোট ছোট গৃহের উপর সন্ধ্যা নেমে আসার যে বিষণ্ন চিত্র তিনি একেঁছেন তা এক শান্ত জীবনের কথা বলেছে।
তার কবিতায় বৌদ্ধ দর্শনের ছোঁয়া রয়েছে। সাহসী সত্যকথন এবং দর্শনের জন্য চিরায়ত চীনা সাহিত্যে বিশিষ্ট স্থান অর্জন করেছেন লিউ ইয়ু শি।
প্রতিবেদন: শান্তা মারিয়া/সম্পাদনা: মাহমুদ হাশিম।
---------------------------------------------------------------------------
সার্বিক তত্ত্বাবধানে: ইউ কুয়াং ইউয়ে আনন্দী
প্রযোজনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম
অডিও সম্পাদনা: হোসনে মোবারক সৌরভ।