চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৪৭
১. সংস্কৃতি সপ্তাহ
শাংহাই ফিল্ম ক্রিটিক অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড
হয়ে গেল শাংহাই ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশনের ৩০তম পুরস্কার বিতরণী গালা আয়োজন। সম্প্রতি শাংহাই পৌর এলাকার সংচিয়াং জেলায় এই ইভেন্টের আয়োজন করে শাংহাই ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন।
‘দ্য ওয়ান্ডারিং আর্থ টু’, চীনের প্রথম প্রধান, ঘরোয়া সাই-ফাই ব্লকবাস্টারসহ এই বছর মুক্তিপ্রাপ্ত দশটি সফল চীনা চলচ্চিত্র, মর্যাদাপূর্ণ পুরস্কারের দৌঁড়ে ছিল।
‘আই অ্যাম হোয়াট আই অ্যাম’- এর পরিচালক সান হাইপেং বছরের নতুন পরিচালকের পুরস্কার জিতেন।
একটি মর্মস্পর্শী কাহিনী এবং দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের স্থানীয় সংস্কৃতির সংবেদনশীল চিত্রায়নসহ, ছবিটি চীনের শহর ও গ্রামীণ এলাকার পটভূমিতে তৈরি করা হয়েছে।