বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৪৭

CMGPublished: 2023-12-17 21:33:09
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

শান্তি এবং বন্ধুত্বের ভাগাভাগি করা মূল্যবোধকে প্রকাশ করা, ব্যক্তিকেন্দ্রিক বিনিময় এবং সভ্যতার মধ্যে পারস্পরিক বোঝাপড়ার প্রচার করা এই ১৫ পর্ব বিশিষ্ট সিরিজটির লক্ষ্য।

অনুষ্ঠানে যোগদানকারী চীনা কর্মকর্তারা জানান, এই ভিডিওগুলো শুধুমাত্র একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রেকর্ড হিসেবেই কাজ করবে না, সেইসঙ্গে রাষ্ট্রপ্রধানদের স্মারক হিসেবেও কাজ করবে যারা আইকনিক সাইটটি পরিদর্শন করেছেন।

২ হাজার বছরেরও বেশি পুরানো এবং ২০ হাজার কিলোমিটারেরও বেশি বিস্তৃত গ্রেট ওয়াল বিশ্বের একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক বিস্ময় হিসেবে দাঁড়িয়ে আছে।

এটি ইউনেস্কোর একটি বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান এবং একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য।

প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী/সম্পাদনা: মাহমুদ হাশিম।

২. এবার চিরায়ত চীনা সাহিত্য

কবি লিউ ইয়ু শি: স্বর্গ চিন্তায় প্রসিদ্ধি

থাং রাজবংশের সময়কার একজন বিশিষ্ট কবি ছিলেন লিউ ইয়ু শি। তিনি কবি, দার্শনিক, রচনা লেখক হিসেবে পরিচিতি পেয়েছিলেন। তবে স্বর্গ বিষয়ক মৌলিক চিন্তার জন্য তিনি সবচেয়ে বেশি খ্যাতি পেয়েছেন। স্বর্গ বিষয়ে তার নিজস্ব চিন্তা ছিল সমসাময়িক দার্শনিকদের চেয়ে আলাদা। তিনি মনে করতেন স্বর্গ ও মর্ত্যর মধ্যে যোগাযোগ রয়েছে। এ দুটি পৃথক নয়। কখনও স্বর্গ, মর্ত্যের উপর প্রভাব বিস্তার করে; আবার কখনও মর্ত্যমানব তার কাজের মাধ্যমে স্বর্গকে প্রভাবিত করতে পারেন।

কবি লিউ ইয়ুশির জন্ম ৭৭২ খ্রিস্টাব্দে। তার পূর্ব প্রজন্ম ছিল যাযাবর সিয়ংনু গোষ্ঠীর মানুষ। তবে তার এক পূর্বপুরুষ হান জাতির হিসেবে নিজের নাম নথিভুক্ত করেন এবং লিউ পদবী গ্রহণ করেন। লিউ ইয়ুশির জন্য হ্যনান প্রদেশের লুওইয়াং শহরে।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn