চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৪৭
সাংহাই ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন জুলাই ২০২১ থেকে আগস্ট ২০২৩ এর মধ্যে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো প্রদর্শন করে।
চীন অ্যানিমেশন সম্মেলন ২০২৩
গেল সপ্তাহে অনুষ্ঠিত হয়েছে চীন অ্যানিমেশন সম্মেলন ২০২৩। উত্তর-পূর্ব চীনের হেইলংচিয়াং প্রদেশের মুতানচিয়াংয়ে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী এই সম্মেলনে নেতৃস্থানীয় দেশি এবং বিদেশি অ্যানিমেশন কোম্পানিগুলোর পাশাপাশি মূলধারার মিডিয়া প্ল্যাটফর্মগুলো থেকে প্রায় ৩০০ জন অতিথিকে একত্রিত করা হয়।
৪০ বছরে চীনা টেলিভিশন অ্যানিমেশনের বিকাশে এই সম্মেলনের আয়োজন করা হয়। সংশ্লিষ্ট আয়োজকরা জানান, মুচিয়াংতন বিশ্ববিদ্যালয় অংশীদারদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে একটি বিস্তৃত প্ল্যাটফর্ম তৈরি করেছে। অ্যানিমেশন সেক্টরটিতে উচ্চমানের কাজের মূল সৃজনশীলতা, শিল্প প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক প্রভাব বিস্তার করা এবারের আয়োজনের লক্ষ্য।
এই বছরের ইভেন্টে চীনা টেলিভিশন অ্যানিমেশনের ৪০ বছরের বিকাশের জন্য একটি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান অন্তর্ভুক্ত ছিল, যেখানে বর্তমান অর্জন এবং ইতিহাসের প্রতিফলন উদযাপন করা হয়।
‘গ্রেটওয়ালে বিদেশি রাষ্ট্রপ্রধানরা’
বেইজিংয়ে ‘ফরেন হেডস অফ স্টেটস অন দ্য গ্রেট ওয়াল’ বা ‘গ্রেটওয়ালে বিদেশি রাষ্ট্রপ্রধারা’ শিরোনামের একটি সিরিজের সংক্ষিপ্ত ভিডিও উদ্বোধন করা হয়েছে।
এই সিরিজের প্রযোজনা দলটি ১৯টি দেশ থেকে আগত ২১ জন বিদেশি নেতা নির্বাচন করে, পুরানো ফুটেজ এবং ছবি ব্যবহার করে সিরিজটি সংকলন করে।