বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৪৬

CMGPublished: 2023-12-09 20:34:32
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১. সংস্কৃতি সপ্তাহ

হাংচৌতে ‘সিল্ক রোড শিল্পীদের মিলনমেলা’

চীনের চেচিয়াং প্রদেশের হাংচৌতে অবস্থিত প্রাচীন লিয়াংচৌ শহর বহন করছে চীনের ৫ হাজার বছরের সভ্যতার ইতিহাস। খ্রিস্টপূর্ব ৩৩০০ থেকে খ্রিস্টপূর্ব ২৩০০ অব্দ পর্যন্ত সময়কালে এখানে ছিল সমৃদ্ধ প্রাচীন চীনা সভ্যতা। ১৯৩৬ সাল থেকে এখানে আবিষ্কৃত হতে থাকে প্রাগৈতিহাসিক চীনা সভ্যতার নানা নিদর্শন। ২০১৯ সালে লিয়াংচৌর প্রাচীন নিদর্শন ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পায়।

লিয়াংচৌ তথা প্রাচীন চীনা সভ্যতা ও সংস্কৃতিকে তুলে ধরতে সম্প্রতি হাংচৌতে হয়ে গেলো প্রথম লিয়াংচৌ ফোরাম। চীনের সভ্যতার ইতিহাসে লিয়াংচৌর গুরুত্ব তুলে ধরে অভিনন্দন বার্তা পাঠান চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

লিয়াংচৌ ফোরামের অংশ হিসেবে হাংচৌতে ‘সিল্ক রোড শিল্পীদের মিলনমেলা’ শিরোনামে একটি চিত্রকলা প্রদর্শনী হয়, যেখানে বিশ্বের ৮৩টি দেশের ৮৪ জন শিল্পীর আঁকা ছবি প্রদর্শিত হয়। শিল্পীরা হাংচৌর সুবিখ্যাত পশ্চিম হ্রদ এবং লিয়াংচৌ শহরসহ নানা দর্শনীয় স্থান পরিদর্শন করে এ সব ছবি আঁকেন।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn