চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৪১
সম্প্রতি সিসিটিভির সঙ্গে সাক্ষাৎকারে তিনি তুলে ধরেছেন চীনা সভ্যতা, ভাষা-সাহিত্য, সংস্কৃতি নিয়ে তাঁর জ্ঞানগর্ভ বিশ্লেষণ:
‘বহুকাল আগে থেকেই চীন অন্য সভ্যতার সঙ্গে যোগাযোগ শুরু করেছিল। ২২ শ’ বছর আগে হান ডাইনেস্টির সময়কালে চীন পশ্চিমাঞ্চলে দূত পাঠিয়েছিল, যার মধ্যে আজকের আরবদেশগুলোও রয়েছে। আরবরাই চীনের চারটি বড় উদ্ভাবন ইউরোপে নিয়ে গিয়েছিল, যার মাধ্যমে তারা প্রভূত অগ্রগতি লাভ করে’।
ইসলাম ও কনফুসিয়ান দর্শনের মধ্যে বিরোধের পশ্চিমা তত্ত্ব যে ভুল প্রমাণিত হয়েছে জোরের সঙ্গে সেই কথা বললেন হামদি:
‘মার্কিন লেখক স্যামুয়েল পি হান্টিংটন ‘সভ্যতার সংঘাত’ নামে একটি বই লিখেছেন, যেখানে তিনি কনফুসিয়ান দর্শন আর ইসলামি সভ্যতার মধ্যে সংঘাতের কথা বলেছেন। আমি তাদের বলতে চাই, কোনো সংঘাত হবে না কারণ আমরা ভাই ভাই এবং একসঙ্গে রয়েছি’।
প্রাচীন সিল্ক রোড থেকে শুরু করে বর্তমান সময়ের এক অঞ্চল, এক পথ উদ্যোগ উভয়ক্ষেত্রেই আরব দেশগুলো সম্পৃক্ত ছিল বলে মন্তব্য করেন হামদি: