চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৪১
১. কুইচৌতে সাংস্কৃতিক পর্যটন
দক্ষিণ পশ্চিম চীনের কুইচৌ প্রদেশ। লিবো কাউন্টির রেলওয়ে স্টেশন। পর্যটকরা আসছেন এখানে। এখানে এমন কি আছে যে কারণে এত পর্যটক এখানে আসেন? শুধু যে ট্রেনে তা নয়, বাসেও আসছেন পর্যটকরা।
তাদের বেশিরভাগের গন্তব্য হলো প্রাচীন গ্রাম ইয়াওশান। কুইচোও এবং কুয়াংসি প্রদেশের সীমান্তে অবস্থিত এই গ্রামের প্রাকৃতিক দৃশ্য অপূর্ব সুন্দর। এখানে মিয়াও এবং পুয়ি জাতিগোষ্ঠীর মানুষের বসবাস যাদের সাংস্কৃতিক ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। পর্যটকদের বিনোদনের জন্য আরও কিছু সুযোগ সুবিধার সৃষ্টি করেছে কর্তৃপক্ষ।
ইয়াওশান প্রাচীন গ্রাম পর্যটন উন্নয়ন কোম্পানির ভাইস ম্যানেজার ইয়াং হুয়া জানান,