বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৩৮

CMGPublished: 2023-10-14 20:55:14
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১৯তম এশিয়ান গেমস উপলক্ষ্যে হাংচৌর ঐতিহ্য ও আধুনিকতাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক-সিজিটিএন ‘হাংচৌ: অতীত থেকে ভবিষ্যতে’ শিরোনামে অসাধারণ একটি তথ্যচিত্র প্রচার করে।

‘পশ্চিম হ্রদের ১০টি দৃশ্য’ শিরোনামে এপিসোডটিতে চীনের খ্যাতিমান ইন্ক পেইন্টার চেন চিয়ালিংয়ের তুলিতে তুলে ধরা হয়েছে পশ্চিমহ্রদের মনোমুগ্ধকর ১০টি দৃশ্য।

সাংহাই স্কুল অব পেইন্টিংয়ের এই মাস্টার পেইন্টার চীনের ঐতিহ্যবাহী ইঙ্কপেই্ন্টিংয়ে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন পশ্চিম হ্রদের অপার্থিব নৈসর্গিক দৃশ্য।

চেরি ফুল ফোটা, বাতাসে দোল খাওয়া পদ্ম, জোছনার প্রতিফলন, তুষার ঢাকা সেতু, ঝলমলে পোতাশ্রয়, রাজসিক পাহাড় চূড়া, সন্ধ্যার আলোতে জ্বলে ওঠা প্যাগোডা, চন্দ্রালোকে বিম্বিত জলাশয়, প্রশান্তিকর সান্ধ্য ঘন্টাধ্বনির কাব্যিক চিত্ররূপ গড়েছেন চেন তার অতুল ব্রাশওয়ার্কে!

‘আমার হোমটাউন হাংচৌ একটি পরম মাঙ্গলিক স্থান। এখানে প্রাকৃতিক সৌন্দর্য্য, সাংস্কৃতিক সমৃদ্ধি আর মানবিক উষ্ণতার এ অপূর্ব সম্মিলন ঘটেছে। সাধারণভাবে খুব চ্যালেঞ্জিং মনে করা হলেও আমি পশ্চিম হ্রদের ১০টি দৃশ্য ক্যানভাসে ফুটিয়ে তোলার দায়িত্ব নিয়েছি। পশ্চিম হ্রদের নিসর্গ-রেখা খুবই সরল এবং বিশুদ্ধ। আসলে এ কারণেই আমি দায়িত্বটি নিয়েছি’।

পশ্চিম হ্রদের ১০টি দৃশ্যের বিশিষ্টতার কথাও তুলে ধরেন চেন।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn