চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৩৮
চীনের সংস্কৃতি-সপ্তাহ:
ছেংতুতে লোকসংগীতের মওসুম
দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের ছেংতু শহরটি অবসর জীবনযাপন, প্রাচীন ঐতিহ্য এবং সমৃদ্ধ আধুনিকতার একটি মনোমুগ্ধকর মিশ্রণ। সাধারণত অনেক চীনা এটিকে জীবনযাপনের আদর্শ স্থান বলে মনে করেন, যা কিনা চীনের সর্বাধিক কনসার্ট হাউসের মাধ্যমে অনেক পরিচিত।
জাতীয় দিবসে আট দিনের ছুটিতে শহরের ইউলিন রোড, সবচেয়ে বিখ্যাত বিস্ট্রো বাণিজ্যিক রোডে অনেক গায়কের আত্মপ্রকাশ ঘটে। তারা তরুণ-তরুণীদের পছন্দের গান পরিবেশন করেন।
বছরের পর বছর উন্নয়ন হয়েছে এই শহরের। এরই মধ্যে এই উন্নত শহরের সব বয়সী বাসিন্দারা লোকগান শোনার অভ্যাসও গড়ে তুলেছেন। লোকসংগীত চীনা সংস্কৃতির অন্যতম অংশ। স্থানীয়রা জানান, এই লোক গান শুধু উপভোগ নয়, এর মাধ্যমে মনের ভাব প্রকাশ করার পাশাপাশি উপলব্ধি করা যায় জীবন কতো মূল্যবান।
এখানে লাইভ মিউজিকের সঙ্গে ছোট ছোট স্টল বসিয়ে ব্যবসা করছেন তরুণ-তরুণীরা। কম খরচে লাভের উপায় খুঁজে বের করছেন তারা। ফলে স্থানীয় কিছু ব্যবসা নতুন করে সুযোগ পাচ্ছে। আয়োজকরা জানান, আগামি নভেম্বর পর্যন্ত চলবে এই ফোক মিউজিক সিজন।