বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৩৮

CMGPublished: 2023-10-14 20:55:14
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী/সম্পাদনা: মাহমুদ হাশিম।

২. শিল্পীর তুলিতে পশ্চিম হ্রদের ১০ দৃশ্য

সদ্যসমাপ্ত হাংচৌ এশিয়াড উপলক্ষ্যে শহরটির ইতিহাস-ঐতিহ্য ও সৌন্দর্যকে তুলে ধরতে একটি সিরিজ তথ্যচিত্র প্রচার করেছে চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক-সিজিটিএন। এর একটিতে চীনের খ্যাতিমান চিত্রশিল্পী চেন চিয়ালিংয়ে তুলিতে হাংচৌর ল্যান্ডমার্ক পশ্চিমহ্রদের ১০টি দৃশ্যের চিত্রায়ন রয়েছে।

১৯তম এশিয়ান গেমসের প্রধান আয়োজক শহর হাংচৌ। ৫ হাজার বছরের প্রাচীন এ শহরটি চীনের আকর্ষণীয় শহরগুলোর মধ্যে অন্যতম। ইতিহাস ও সংস্কৃতির জন্য শুধু চীনে নয়, বহির্বিশ্বেও খ্যাতি রয়েছে শহরটির।

৮-৯ শ’ বছর আগে দক্ষিণ সং ডাইনেস্টির রাজাধানী হাংচৌ একটি সমৃদ্ধ শহর হিসেবে বিকশিত হয়।

সেই প্রাচীন কাল থেকেই শহরটির সবচেয়ে আকর্ষণীয় ল্যান্ডমার্ক পশ্চিম হ্রদের ১০টি দৃশ্য খ্যাতি লাভ করে।

১৯৮৫ এবং ২০০৭ সালে পশ্চিম হ্রদের নতুন ১০টি করে দৃশ্য নির্বাচন করা হলেও প্রাচীন কাল থেকে প্রসিদ্ধ ক্ল্যাসিক ১০টি দৃশ্যই আজও বিশিষ্ট হয়ে আছে।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn