চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৩৭
মাত্র তিন বছর বয়সে বাবাকে হারিয়ে মায়ের কাছে প্রতিপালিত হন তিনি। বাবার মৃত্যুর ফলে বেশ দারিদ্র্যের মধ্যেই শৈশব কাটে তার। ১৯ বছর বয়সে বিয়ে হয় তরুণী ছিকুয়ানের সঙ্গে।
২৩ বছর বয়সের সময় মায়ের মৃত্যু হলে তার জীবনসংগ্রাম বেশ তীব্র হয়ে ওঠে।
কিশোর বয়স থেকে নানা রকম কাজ করেছেন খোংচি। যে পেশাতেই থাকুন না কেন, তিনি সবসময়েই লেখাপড়া করতেন এবং তার কাছে মানুষ আসতো বিদ্যা অর্জনের জন্য। লু প্রদেশের শাসক চিচি তার পাণ্ডিত্যের কথা জানতে পেরে তাকে রাজদরবারে আমন্ত্রণ জানান। তার পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে তিনি প্রথমে তাকে হিসাবরক্ষক এবং পরে আরও বড় পদ দেন।
৫২ বছর বয়সে লু প্রদেশের প্রধান আইন রক্ষক হন খোংচি। তিনি বিশ্বাস করতেন, "মানুষের মাঝে যদি নৈতিক চরিত্রের উন্নতি না ঘটে, শুধুমাত্র আইন দিয়ে মানুষকে সংযত রাখা সম্ভব নয়।" তাই কনফুসিয়াস নিজেই আইন প্রণয়নকারী কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে নীতিবোধ জাগাতে নানা উপদেশ দিতে থাকেন।
অল্প কিছুদিনেই এর সুফল দেখা দিল রাজ্যে। সমগ্র চীন দেশের মধ্যে লু রাজ্য ছিল একমাত্র রাজ্য যেখানে চুরি, ডাকাতি, ছিনতাই, খুন হতো না।
তবে নীতি প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি অনেক শক্তিশালী শত্রু সৃষ্টি করেন। অনেক সময় শাসকের বিরাগভাজনও হন। একসময় তিনি লু রাজ্য ছেড়ে স্বেচ্ছা নির্বাসনে চলে যান।
৬৮ বছর বয়সে খোংচি লু রাজ্যে তার জন্মভূমিতে ফিরে আসেন। জীবনের শেষ কয়েকটা বছর তিনি ৭০ বা ৭২ জন্ শিষ্যকে উপদেশ দেন। তার প্রিয় পুত্র এবং প্রিয় কয়েকজন শিষ্যের মৃত্যুতে শোকার্ত হওয়ায় তার স্বাস্থ্য ভেঙে পড়েছিল। ৭১ বা ৭২ বছর বয়সে মৃত্যু হয় তার। ছুফু শহরের খোং লিন সমাধিক্ষেত্রে তাঁকে সমাহিত করা হয়।
খোংচি বা কনফুসিয়াসকে মানবসভ্যতার অন্যতম সেরা ব্যক্তিত্ব ও শিক্ষাগুরু হিসেবে বিবেচনা করা হয়। তিনি যে শিক্ষা ও বাণী মানবজাতিকে দিয়েছিলেন তা অমরত্ব পেয়েছে।
তার একটি কবিতা শোনাচ্ছি
একটি অভিযোগ
তিনি আমাদের একটি প্রশস্ত বাড়িতে রাখলেন
এবং আমাদের ভাড়া ছিল প্রচুর।
কিন্তু এখন প্রতিটি আহার হয় অতি সংক্ষেপে
বাড়তি কোন খাদ্যই নেই।
হায়রে! আফশোস, এই ভালো মানুষ
যেভাবে জীবন শুরু করেছিলেন
সেভাবে চলতে পারেননি।
কনফুসিয়াস চীনা সাহিত্য ও সংস্কৃতিতে গভীর প্রভাব রেখেছেন। আজও পর্যন্ত কনফুসিয়াসের নীতিশিক্ষা ও দর্শন চীনের শিক্ষা সংস্কৃতির মূল ভিত্তি হিসেবে বিবেচিত। সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে কনফুসিয়াস ইনস্টিটিউট এবং কনফুসিয়াস ক্লাসরুম। প্রতিবছর ২৮ সেপ্টেম্বরের আগে ২৭ সেপ্টেম্বর কনফুসিয়াস ইন্সটিটিউট দিবস হিসেবে পালন করা হয়।
প্রতিবেদন: শান্তা মারিয়া
---------------------------------------------------------------------------
সার্বিক তত্ত্বাবধানে: ইউ কুয়াং ইউয়ে আনন্দি।
প্রযোজনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম
অডিও সম্পাদনা: হোসনে মোবারক সৌরভ