বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৩৭

CMGPublished: 2023-10-07 18:23:17
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

থিম সং "হার্ট টু হার্ট" সুর পরিবেশন করার জন্য চেচিয়াং বৈশিষ্ট্যসহ লোক সুরের উপর ভিত্তি করে পাঁচটি দেশের শিল্পীদের একত্রিত করা হয়। এতে প্রতিটি দেশের কুচংয়ের কাঠের বৈশিষ্ট্য এবং বাজানোর দক্ষতা প্রদর্শন করা হয়।

সুরকার লি লেই বলেন, ইয়াংজি নদীর দক্ষিণের মনোমুগ্ধকর প্রদর্শন, বিজ্ঞান ও প্রযুক্তি, ফ্যাশন এবং জীবনীশক্তি, সেইসাথে সমসাময়িক চীনের উন্মুক্ততা, সহনশীলতা এবং আধুনিক সমৃদ্ধ হাংচৌ শহরকেতুলে ধরা এই সংগীতের লক্ষ্য।

প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী/সম্পাদনা: মাহমুদ হাশিম।

২. ১০ সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

দক্ষিণ-পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের রাজধানী ফুচৌতে সম্প্রতি হয়ে গেলো ১০ সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বেল্ট এন্ড রোড উদ্যোগ-বিআরআই’র ১০ম বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এ ইভেন্টটি।

২৩ থেকে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত উৎসবটির লক্ষ্য ছলি প্রাচীন সিল্ক রোড বরাবর অবস্থিত দেশগুলোর সংস্কৃতিতে চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরা। উৎসবে ছিল বিভিন্ন দেশের ওপর প্রদর্শনী, ভিআর চলচ্চিত্র প্রদর্শনী ও ফোরাম।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান পরিচালক লিন চেনইয়ু মনে করেন এমন আয়োজনের মধ্য দিয়ে চীনের সমৃদ্ধ চলচ্চিত্রকে তুলে ধরার পাশাপাশি, চলচ্চিত্র যে প্রাচীন সিল্ক রোড বরবার দেশগুলোর সাংস্কৃতিক বিনিময়ের অন্যতম হাতিয়ার হতে পারে তা স্পষ্ট হয়েছে।

‘আমরা শুধু যে চীনে এখনকার তৈরি চলচ্চিত্র নিয়ে আত্মবিশ্বাসী তাই নয়, বরং সভ্যতা ও সংস্কৃতির বিনিময়ে চলচ্চিত্রকে আমরা একটা মাধ্যম হিসেবে ব্যবহার করছি। এর মধ্য দিয়ে বিভিন্ন দেশ পরস্পরের সঙ্গে সংযুক্ত হতে পারে’।

মালয়েশিয়ার জাতীয় চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান কামাল আহমদ বিন মোহাম্মদ ওথমানও বললেন এর উপযোগিতার কথা।

‘এই উৎসবের বার্তাটি হচ্ছে বিশ্বকে সংযুক্ত করা। এবং আমি মনে করি এটাই উত্তম পথ, কারণ এটা শেখারও উত্তম পন্থা’।

‘বেল্ট এন্ড রোড চলচ্চিত্র বিনিময় এবং সহযোগিতা শিরোনামে উৎসবের প্রধান ফোরামে আলোচকরা দেশে দেশে সাংস্কৃতিক বিনয়ময়ে চলচ্চিত্রের বড় ভূমিকার কথা তুলে ধরেন। যেমনটি বলেন, চীনের ফিল্ম আর্কাইভের ডেপুটি কিউরেটর লিন সিওয়েই।

চলচ্চিত্র অত্যন্ত শক্তিশালী একটি যোগাযোগ মাধ্যম। এর মধ্য দিয়ে আমরা যেমন বিভিন্ন দেশে চীনের সমৃদ্ধ সংস্কৃতির প্রসার ঘটাতে পারি তেমনি বেল্ট এন্ড রোড বরাবর অন্য দেশের সংস্কৃতিকেও তুলে ধরতে পারি’।

২০১৪ সাল শুরু হওয়া সিল্প রোড চলচ্চিত্র উৎসব প্রায় এক দশক ধরে বেল্ট এন্ড রোড বরাবর দেশগুলোর চলচ্চিত্র সহযোগিতায় উল্লেখযোগ অবদান রেখে চলেছে।

প্রতিবেদন: মাহমুদ হাশিম।

৩. কনফুসিয়াস: চীনের মহান দার্শনিক

চীনের কয়েক হাজার বছরের ইতিহাসে সবচেয়ে খ্যাতিমান, শ্রদ্ধেয় ও অনুসরণীয় ব্যক্তিত্ব হলেন কনফুসিয়াস। তার প্রকৃত নাম খোং ফুচি। তাকে খোংচি নামে সম্ভাষণ করা হয়। রোমান ইতিহাসবিদরা তাকে কনফুসিয়াস নামে অভিহিত করায় চীনের বাইরে তিনি এই নামে পরিচিতি পান।

কনফুসিয়াসের দর্শন হচ্ছে নীতিশিক্ষাভিত্তিক। তিনি মনে করতেন শিক্ষার ভিত্তি হলো নীতিজ্ঞান। জীবনের সবক্ষেত্রে সুনীতি ও সুআচরণ মেনে চলা, সকলের কল্যাণ সাধন করাই হলো মানবজীবনের মহান ব্রত।

কনফুসিয়াসের জন্ম ৫৫১ খ্রিস্টপূর্বাব্দে ২৮ সেপ্টেম্বর ছুফু শহরে যা বর্তমানে শানতোং প্রদেশের অন্তর্গত। সে সময় শহরটি চৌ রাজবংশের শাসনাধীন লু সামন্ত রাজ্যের ছিল। তার বাবা খোং হ্য অভিজাত শিক্ষিত পরিবারের সন্তান ছিলেন। মায়ের নাম ছিল ইয়ান চ্যংচাই।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn