বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৩৭

CMGPublished: 2023-10-07 18:23:17
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

গালার প্রথম অংশে "ইয়াংজি নদীর উপর চাঁদের আলো" থিমে মধ্য-শরৎ উৎসব সম্পর্কে ঐতিহ্যবাহী চীনা কবিতা, গান এবং পারিবারিক পুনর্মিলন, দেশপ্রেম, স্নেহ এবং নস্টালজিয়ার বিষয় তুলে ধরা হয়।

দ্বিতীয় অংশে ‘দীর্ঘ ও প্রবহমান ইয়াংজি’ থিমে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে অত্যাশ্চর্য মঞ্চ ডিজাইনে ঐতিহ্যবাহী চীনা ক্লাসিক সংগীতকে তুলে ধরা হয়েছে।

‘এক ইয়াংজি, এক চাঁদ’ থিমে তৃতীয় দেশের প্রতি অনুরাগ এবং একটি উন্নত ভবিষ্যতের প্রত্যাশা দেখানো ক্ল্যাসিক গানগুলো উপস্থাপন করা হয়।

চীনা চান্দ্র ক্যালেন্ডারের অষ্টম মাসের ১৫তম দিনে মধ্য-শরৎ উৎসব পালিত হয়। পারিবারিক পুনর্মিলনের প্রতীক, ঐতিহ্যবাহী অন্যতম সামাজিক এ উৎসবটি এবার উদযাপিত হয়েছে ২৯ সেপ্টেম্বর।

প্রতিবেদন; মাহমুদ হাশিম।

এশিয়ান গেমসের থিমসংয়ের মিউজিক ভিডিও

সম্প্রতি এশিয়ান গেমসের থিম সংয়ের একটি মিউজিক্যাল ভিডিও প্রকাশ করেছে চায়না মিডিয়া গ্রুপ-সিএমজি, যেখানে জিদার ইন্সট্রুমেন্টের মাধ্যমে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া এবং ভিয়েতনামের মিউজিশিয়ানদের পরিবেশনা প্রদর্শন করা হয়েছে।

কুচং একটি ঐতিহ্যবাহী চীনা বাদ্যযন্ত্র। এই বাদ্যযন্ত্রটি হান এবং থাং রাজবংশের সময় সিল্ক রোডের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সময়ের সাথে সাথে, এটি এক ধরণের জিদার যন্ত্রে পরিণত হয়েছে।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn