বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৩৭

CMGPublished: 2023-10-07 18:23:17
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের সংস্কৃতি-সপ্তাহ:

সিএমজি মিড-অটাম ফেস্টিভ্যাল গালা

চীনের মধ্য-শরৎ উৎসব উপলক্ষ্যে চায়না মিডিয়া গ্রুপ-সিএমজি’র মিড-অটাম ফেস্টিভ্যাল গালা ২৯ সেপ্টেম্বর রাতে প্রচারিত হয়েছে। অনুষ্ঠানটিতে ২০টির বেশি চিত্তাকর্ষক শৈল্পিক পরিবেশনা চীন ও বিশ্বের দর্শকদের মুগ্ধ করেছে।

দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের ঐতিহাসিক ইবিন শহরে রেকর্ড করা হয় গালাটি। এটি এমন একটি শহর যা সাহিত্যের অসংখ্য ক্লাসিক কাজকে অনুপ্রাণিত করেছে।

গালাটি কবিতা, মদ সংস্কৃতি, চাঁদ, জল এবং বাঁশ নামে পাঁচটি সাংস্কৃতিক উপাদানকে তুলে ধরেছে। একক পারফরম্যান্স, ডুয়েট, সিম্ফনি অর্কেস্ট্রা এবং নৃত্যসহ ২০টিরও বেশি আইটেমের অনুষ্ঠানটি তিনটি পর্বে বিভক্ত ছিল।

‘ইয়াংজি নদীর গানে’র ওপর ভিত্তি করে বিখ্যাত চীনা পিয়ানোবাদক ল্যাং ল্যাংয়ের বাদন এবং সিচুয়ান সিম্ফনি অর্কেস্ট্রার সমন্বয়ে একটি সিম্ফনি দিয়ে শুরু হয় গালাটি। সিম্ফনিটি গালার তিনটি অধ্যায়ের মধ্যে সংযোগ হিসাবেও কাজ করে।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn