বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৩৫

CMGPublished: 2023-09-23 17:34:20
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নিংপো শহরে জনবহুল সড়ক এবং পার্কে সাজসজ্জার পাশাপাশি খেলা দেখার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।

শাওসিংয়ে যানবাহনে এশিয়ান গেমসের বর্ণিল উপস্থিতি।

চিনহুয়া শহর বাসিন্দাদের সুবিধার্থে ৮০ হাজার বর্গমিটারে একটি এশিয়ান গেমস থিক পার্ক স্থাপন করেছে কর্তৃপক্ষ।

ওয়েনচৌ ও হুচৌ শহরও এশিয়ান গেমসের নানা প্রতীক, মাস্কট, স্লোগান আর পুস্পবিন্যাসে হয়ে উঠেছে বর্ণিল।

৩. চীনের ঐতিহ্যের জানালা গেমস ভিলেজ

খেলনা মূর্তি-শিল্প থেকে শুরু করে জটিল কারুকার্যময় শিল্প- এশিয়ান গেমস ভিলেজে চীনের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে স্থাপিত প্রদর্শনী বুথে সবকিছু সম্পর্কে জানতে পারছেন বিভিন্ন দেশের খেলোয়াড় ও কর্মকর্তারা। প্রদর্শনী বুথগুলো তাদের কাছে হয়ে উঠছে চীনের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের একটি জানালা।

চেচিয়াংয়ের নিংপো শহরে স্থাপিত সাব-ভিলেজে স্থাপিত সাংস্কৃতিক প্রদর্শনীতে প্র্যাকটিস ও কাজের ফাঁকে জড়ো হন বিভিন্ন দেশের খেলোয়াড় ও কর্মকর্তারা।

চীনের সাংস্কৃতিক ঐতিহ্যের একজন উত্তরাধিকারী সান ওয়েনচং ক্রীড়াবিদদেরকে চীনা চাঁদের দেবীর কিংবদন্তীতে খরগোশের মূর্তিগুলির তাৎপর্যের সাথে পরিচয় করিয়ে দেন এবং তাদের খরখোশের খেলনা মূর্তি বানানোর কৌশল শেখান।

বিভিন্ন দেশের ক্রীড়াবিদ ও কর্মকর্তারা বিষয়টি খুব উপভোগ করেন। ভারতীয় প্রতিনিধিদলের একজন কমকর্মা নারিন্দর সিং রাজপূত তাদের একজন। তিনি বলেন,

‘এটি খুবই ভালো, খুবই আকর্ষণীয়। আমরা এখানে বিরক্ত বোধ করছি না কারণ এখানে অনেক কিছু চলছে’।

হংকং প্রতিনিধিদলের একজন কর্মকর্তা লি চিছিং সাংস্কৃতিক প্রদর্শনীর জন্য ধন্যবাদ জানান আয়োজকদের।

‘এখানকার বুথ এবং প্রদর্শনী আমাদের স্থানীয় বৈশিষ্ট্য এবং চীনের সংস্কৃতি সম্পর্কে গভীরভাবে উপলব্ধি করতে সহায়তা করছে’।

নিংপো ভিলেজে ৭০টির বেশি প্রদর্শনী ক্যাবিনেট রয়েছে, যার প্রতিটিতে চীনের বিভিন্ন অবৈষয়কি সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন করা হচ্ছে।

প্রতিবেদন: মাহমুদ হাশিম।

---------------------------------------------------------------------------

সার্বিক তত্ত্বাবধানে: ইউ কুয়াং ইউয়ে আনন্দি।

প্রযোজনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম

অডিও সম্পাদনা: হোসনে মোবারক সৌরভ

首页上一页...2345 5

Share this story on

Messenger Pinterest LinkedIn