চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৩৫
চীনের সংস্কৃতি-সপ্তাহ
হুনানে অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শনী
দ্বিতীয় হুনান অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মধ্য চীনের হুনান প্রদেশের ছানচৌ শহরে গেল সপ্তাহে আয়োজন করা হয় তিন দিনব্যাপী এই প্রদর্শনীর। এতে সুদূর সিনচিয়াং এবং তিব্বতসহ চীন জুড়ে ১৫০টিরও বেশি ঐতিহ্যের প্রদর্শন করা হয়।
তং জাতিগোষ্ঠীর পিপা গান, থানথৌ চীনা নববর্ষের ছবি আকাঁ, হুয়াও ক্রস সেলাই, এ সব প্রদর্শিত নৈপুণ্য চিরায়ত ঐতিহ্যকে তুলে ধরে।
এক্সপোটি একটি বৈচিত্র্যপূর্ণ উদযাপন বলে জানান চিয়াং এমব্রয়ডারির উত্তরাধিকারী ছাং সিনসিয়াং।
‘এটি একটি দ্বিমুখী সূচিকর্ম বাঘ, চিয়াং সূচিকর্মের একটি ক্লাসিক ধরণ, এগুলো একটি অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য। এতে স্বচ্ছ কাপড়ের উভয় পাশে অভিন্ন নিদর্শন তৈরি করা থাকে’।