চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৩৫
ইভেন্টটি আগামী ১১ অক্টোবর পর্যন্ত চলার কথা রয়েছে।
প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী।
২. এশিয়ান গেমসে বর্ণিল সাজে হাংচৌ
২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর! ১৬ দিনের ক্রীড়া মহাযজ্ঞ!
এশিয়ার সবচেয়ে বড় এই ক্রীড়াযজ্ঞকে কেন্দ্র করে অপরূপ রূপে সেজেছে এর প্রধান আয়োজক শহর পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের রাজধানী হাংচৌ।
হাংচৌতে এশিয়ান গেমসের ৪৪টি ভ্যেনু; শহরের ল্যান্ডমার্ক ভবন, বিশ্বখ্যাত পশ্চিম হ্রদ, ছিয়ানতাং নদী ও বেইজিং-হাংচৌ গ্র্যান্ড ক্যানেলসহ ঐতিহাসিক ও সাংস্কৃতিক নির্দশনের স্থানগুলো ঝলমল করছে অপূর্ব বর্ণবিভায়!
হাংচৌর বাসিন্দা লি শিয়াওইয়ান বলছিলেন গেমসের চমৎকার আবহ সম্পর্কে।