বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৩৫

CMGPublished: 2023-09-23 17:34:20
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আমরা এশিয়ান গেমসের একটা দারূণ আবহ টের পাচ্ছি। আমরা বিদেশি বন্ধুদের হাংচৌতে স্বাগত জানাচ্ছি এবং সবাইকে গেমস উপভোগের আমন্ত্রণ জানাচ্ছি।

হাংচৌর রাস্তা-ঘাট, সড়কদ্বীপ ও বিভিন্ন স্থাপনা এশিয়ান গেমসের নানা প্রতীক, মাসকট ও স্লোগানে সজ্জিত করা হয়েছে। শহরের ১৮টি প্রাকৃতিক পুস্প-উদ্যানের পাশাপাশি গেমস উপলক্ষ্যে ১৪টি থিম গার্ডেন স্থাপন করা হয়েছে।

হাংচৌর বিশ্বখ্যাত পশ্চিম হ্রদে নতুন প্রজাতির পদ্ম লাগানো হয়েছে- যেগুলো গেমস চলাকালে পূরোপুরি ফুটবে। নিজেদের শহরকে আরও সুন্দর করে তুলতে বাসিন্দারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ঘরবাড়ির আশপাশে ফুল গাছ লাগান।

হাংচৌ শহর ব্যবস্থাপনা ব্যুরোর উপ-পরিচালক সং শিয়াওছিং জানান তাদের প্রস্তুতির কথা।

আমরা সাজসজ্জা ও আলোকসজ্জার পরিকল্পনার সময় হাংচৌর ইতিহাস, সংস্কৃতি এবং প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে এশিয়ান গেমসের সবকিছুর সুসমন্বয়ের কথা ভেবেছি; যাতে করে আমাদের শহরের ঐতিহ্য, সম্প্রীতি আর উন্মুক্ততার বিষয়টি প্রকাশ পায়।

হাংচৌর মতোই সহ-আয়োজক পাঁচটি শহরও পিছিয়ে নেই গেমসকে ঘিরে সাজসজ্জায়।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn