বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-২৩

CMGPublished: 2023-07-01 16:53:39
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

২৮তম সাংহাই টিভি ফেস্টিভ্যাল ম্যাগনোলিয়া অ্যাওয়ার্ড গ্র্যান্ড প্রিক্স জিতেছে ‘মেডেল অফ দ্য রিপাবলিক’, ‘ডিসাইসিভ ভিক্টরি’ এবং ‘আওয়ার টাইমস’। আর বেস্ট ভ্যারাইটি প্রোগ্রাম অ্যাওয়ার্ড দেওয়া হয় ‘হোমস ইন বিউটিফুল চায়না’ এবং ‘চাইনিজ ফেস্টিভ্যাল’ সিরিজকে।

সাংহাই টেলিভিশন ফেস্টিভ্যাল গত বছর কোভিডের কারণে স্থগিত হওয়ার পর গেল ১৯ জুন শুরু হয়ে চলে চারদিনব্যাপী। এ বছর, পাঁচটি মহাদেশের ৪৯টি দেশ এবং অঞ্চল থেকে প্রায় দু’হাজার টিভি শো পুরস্কারের জন্য নিবন্ধন করে।

চার. চীনের খ্যাতিমান ‘বাঘচিত্রি’ ফেং তাচোং

উত্তরপূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের এ চিত্রশিল্পী ফেং তাচোং বাঘের ছবি এঁকে খ্যাতি পেয়েছেন। তাঁর আঁকা বাঘকে বলা হয় পৃথিবীর সুন্দরতম বাঘ। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক-সিজিটিএনের ছয় পর্বের তথ্যচিত্র আর্ট-বিটের একটিতে উঠে এসেছে বরেণ্য এ শিল্পীর জীবন ও শিল্পচর্চার পূর্বাপর।

হেইলুংচিয়াং প্রদেশের বেনসি সিটি বাঘের জন্য বিখ্যাত। এটি চীনের খ্যাতিমান চিত্রশিল্পী ফেং তাচোংয়ের হোমটাউন। নিজের শহরের প্রতি ভালোবাসা, এর পাহাড়-নদী, রাজসিক বাঘ- সঙ্গত কারণেই প্রভাব ফেলেছে তাঁর চিত্রকর্মে। দীর্ঘ ছয় দশক ধরে বাঘের ছবি এঁকে তিনি পেয়েছেন চীন-জোড়া খ্যাতি।

একেবারে ছোটবেলা থেকেই চিত্রশিল্পী হবার স্বপ্ন দেখেন ফেং তাচোং। স্কুলে চিত্রকলার ক্লাসে শিক্ষদের আঁকা ছবি দেখে বিস্ময়ে হতবাক হয়ে যেতেন তিনি। সেই বিস্ময়ই তাঁকে শিল্পী-জীবনের দিকে চালিত করে।

অংকন দক্ষতা অর্জন করতে ফেং সারাদেশ ভ্রমণ করেন। এখনো সময়কার হলুদ স্কেচবুক এখনো তিনি সযতনে আগলে রেখেছেন।

তবে, সারাদেশে বিখ্যাত সব পাহাড়-নদী, প্রকৃতি অবলোকন করলেও শেষ পর্যন্ত নিজের হোমটাউন বেনসির অখ্যাত পর্বত-নদী-প্রকৃতির ছবি আঁকতেই স্বচ্ছন্দ ফেং তাচোং।

‘আমি চীনের প্রায় সব মহিমামণ্ডিত পাহাড় আর নদী দেখেছি। কিন্তু ও থেকে আমি শুধু এ অনুভূতিটা পেয়েছি যে পৃথিবীটা কত বড়! ওই নদী আর পাহাড়গুলোর কী অপূর্ব শোভা। কিন্তু যখন আঁকার কথা ভেবেছি, আমার নিজের শহরের পাহাড়-নদী আঁকতেই আমি স্বচ্ছন্দ বোধ করেছি। ওই অখ্যাত পাহাড়-নদীগুলোই আমার শিল্পীসত্তার ভালোবাসা পেয়েছে’।

পাহাড়-নদী, প্রকৃতির ছবি আঁকায় স্বীকৃতিও মেলে ফেং তাচোংয়ের। ১৯৮৪ সালে জাতীয় চিত্রকলা প্রদর্শনীতে সর্বোচ্চ পুরস্কার সিলভার মেডেল লাভ করেন তিনি। ‘জাগরণ’ শিরোনামে তার যৌথ সেই চিত্রকলাটি চীনের জাতীয় শিল্প যাদুঘরে স্থায়ীভাবে সংরক্ষিত হয়েছে।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn