বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-২৩

CMGPublished: 2023-07-01 16:53:39
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এক নজরে চীনের সংস্কৃতি-সপ্তাহ:

হংকংয়ে চলচ্চিত্র সংগীতবিষয়ক অনুষ্ঠান

‘উপসাগর এলাকার চলচ্চিত্রের সংগীতানুষ্ঠান-২০২৩’ বৃহস্পতিবার হংকংয়ে আয়োজিত হয়।

খ্যাতিমান চলচ্চিত্রাভিনেতা জ্যাকি চান ও চাং চি ই-সহ তাইওয়ান প্রণালীর দু’পারের এবং হংকং ও ম্যাকাওয়ের চলচ্চিত্রাঙ্গনের ব্যক্তিবর্গ, সংগীতজ্ঞ এবং সংস্কৃতি, ক্রীড়া ও বিজ্ঞান মহলের শতাধিক প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন।

কুয়াংতং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় এলাকার এ অনুষ্ঠানটি ২০২১ সালে শেনচেন শহরে প্রথম আয়োজন করা হয়। দু’বছর পর এবার আয়োজন করা হলো হংকংয়ে।

এ অঞ্চলের চলচ্চিত্র ও চলচ্চিত্রের গানকে তুলে ধরার পাশাপাশি, ‘এক দেশ, দুই ব্যবস্থা’র সাফল্য তুলে ধরা এবং কুয়াংতং-হংকং-ম্যাকাও উপসাগরীয় অঞ্চলের সমন্বিত উন্নয়নের চীনা গল্প বলাও ছিল অনুষ্ঠানের লক্ষ্য।

তৃতীয় চায়না মিডিয়া কনভারজেন্স সম্মেলন

ন্যাশনাল রেডিও অ্যান্ড টেলিভিশন নিউ মিডিয়া অ্যালায়েন্সের উদ্বোধনের মধ্য দিয়ে তৃতীয় চায়না মিডিয়া কনভারজেন্স সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn