বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-২১: বর্ণাঢ্য আয়োজনে চীনে সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য দিবস উদযাপন

CMGPublished: 2023-06-17 17:02:37
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চলমান এই উৎসবে চীনের ক্রমবর্ধমান বিজ্ঞান কল্পকাহিনী চলচ্চিত্র শিল্পের জন্য জ্ঞান প্রদর্শন করতে প্রথম সাই-ফাই ফিল্ম সপ্তাহ চালু করে।

নয় দিনব্যাপী এ উৎসব আগামী ১৮ জুন শেষ হওয়ার কথা রয়েছে।

৩. চীনের পরিবর্তন ও অগ্রগতি সম্পর্কে জানতে এবং পাঠকদের জানাতেই চীনা বই প্রকাশ করি: মেসবাহউদ্দীন আহমেদ

প্রকাশক মেসবাহউদ্দীন আহমেদ

সম্প্রতি রাজধানী ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয় ‘সিএমজির নতুন অগ্রযাত্রা: চীনা বই প্রকাশ’ শীর্ষক এক ব্যতিক্রমী গোলটেবিল বৈঠক। চীন বিষয়ক বইয়ের লেখক ও প্রকাশকদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত চীনের সাংস্কৃতি কাউন্সিলর ইউয়ে লি ওয়েন, বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা। বেইজিং থেকে অনলাইনে যুক্ত হন সিএমজি বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দি।

অনুষ্ঠানে অন্য অতিথি ও আলোচকদের পাশাপাশি চীন বিষয়ক বই প্রকাশের অভিজ্ঞতার কথা তুলে ধরেন বাংলাদেশের নামী প্রকাশনা প্রতিষ্ঠান অঙ্কুর প্রকাশনীর প্রকাশক মেসবাহউদ্দীন আহমেদ।

বললেন চীনের পরিবর্তন ও অগ্রগতি সম্পর্কে জানতে এবং পাঠকদের জানাতেই চীনা বই প্রকাশ করেন তিনি। চীনা বই নির্বাচন ও প্রকাশে তার সমস্যা হয়নি বলে জানান বর্ষীয়ান এ প্রকাশক।

তবে, অনুবাদ ও চীনের বিভিন্ন ব্যক্তি ও স্থানের নামের বানানে কিছুটা সমস্যা হয় বলে জানান তিনি। চীনের প্রকাশকদের কাছ ভালো সহযোগিতা পান বলে সন্তোষ প্রকাশ করেন প্রকাশক মেসবাহউদ্দীন আহমেদ।

প্রতিবেদন ও কণ্ঠ: মাহমুদ হাশিম, রওজায়ে জাবিদা ঐশী

অডিও সম্পাদনা: হোসনে মোবারক সৌরভ

প্রযোজনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম

সার্বিক তত্ত্বাবধানে: ইউ কুয়াং ইউয়ে আনন্দী।

首页上一页1234 4

Share this story on

Messenger Pinterest LinkedIn