চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-২১: বর্ণাঢ্য আয়োজনে চীনে সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য দিবস উদযাপন
‘লি জাতিগোষ্ঠীর ঐতিহ্যিবাহী গ্রামগুলোর অপূর্ব সৌন্দর্য এবং প্রকৃতির কোলে তাদের বসবাস আমাকে মুগ্ধ করেছে। আমি তাদের সংস্কৃতি সম্পর্কে আরও জানতে চাই। ভবিষ্যতে আমি তাদের এ গ্রামগুলো এবং সংস্কৃতি রক্ষায় কাজ করতে চাই’।
বর্তমানে বিশ্বে রেকর্ড, চীনের ৫৬টি সাইট বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে তালিকাভুক্ত হয়েছে। লি জাতিগোষ্ঠীর ঐতিহ্যিক সংস্কৃতিও বিশ্বের সাংস্কৃতিক্ ও প্রাকৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান করে নেওয়ার প্রক্রিয়ার রয়েছে।
২. জমজমাট ২৫তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চীনের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আয়োজন। সাংহাই গ্র্যান্ড থিয়েটারে চলছে এ উৎসব।
চায়না ফিল্ম অ্যাডমিনিস্ট্রেশনের নির্দেশনায় চায়না মিডিয়া গ্রুপ সিএমজি এবং সাংহাই মিউনিসিপ্যাল পিপলস গভর্নমেন্টের যৌথ পৃষ্ঠপোষকতায়, উৎসবটি আনুষ্ঠানিকভাবে সাংহাই গ্র্যান্ড থিয়েটারে গেল ৯ জুন একটি জমকালো উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়। এতে দলে দলে যোগ দেন দেশ বিদেশের চলচ্চিত্র অভিনয় শিল্পী ও নির্মাতারা।
২০২২ সালে অফলাইন বা সরাসরি আয়োজন বাতিল হওয়ার পর এবারের এই সরাসরি আয়োজন ছিলো চলচ্চিত্র নির্মাতা এবং চলচ্চিত্র প্রেমীদের অধীর আগ্রহের প্রত্যাশিত ফল।
চীনা অভিনেতা সিয়া ইউ আনন্দ প্রকাশ করেন সরাসরি উৎসবে যোগ দিতে পেরে। তিনি বলেন, ‘এ বছরের ইভেন্টে যোগ দেওয়া আনন্দদায়ক। অনেক পুরানো বন্ধু এবং পরিচিতদের সাথে দেখা হয়েছে। আমি খুব খুশি’।
এ বছরের গোল্ডেন গবলেট অ্যাওয়ার্ড এবং ৩৬টি চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত ৫৩টি কাজ আগে নির্বাচন করা হয়। উৎসব চলাকালীন ওয়ার্ল্ড প্রিমিয়ার করার জন্য দেশ-বিদেশের প্রায় ৪৫০টি অসামান্য চলচ্চিত্র, সাংহাইয়ের ৪১টি সিনেমা হলে প্রদর্শিত হয়।
২৫তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গোল্ডেন গবলেট অ্যাওয়ার্ডের জন্য পাঁচটি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে ফিচার-লেংথ ফিল্ম, নিউ এশিয়ান ট্যালেন্টস, ডকুমেন্টারি, অ্যানিমেটেড ফিল্ম এবং শর্ট ফিল্ম৷ এবারের উৎসবে ৮ হাজার ৮ শ’টি চলচ্চিত্র নিবন্ধন করে।