বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-২১: বর্ণাঢ্য আয়োজনে চীনে সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য দিবস উদযাপন

CMGPublished: 2023-06-17 17:02:37
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

রাজধানী বেইজিং থেকে শুরু করে উত্তরপশ্চিম চীনের ছ্যংতু, সিনিং, দক্ষিণের তংকুয়ান, হাইখৌ, কিংবা পূর্বের হুচৌ-সর্বত্র- এককথায় গোটা চীন জুড়েই ১০ জুন জাতীয় সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য দিবস উদযাপনে ছিল বর্ণাঢ্য সব সাংস্কৃতিক আয়োজন।

‘অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের সুরক্ষ জোরদার এবং টেকসই উন্নয়নের প্রসার’ প্রতিপাদ্যে এ বছরের আয়োজনের লক্ষ্য ছিল সাংস্কৃতিক নিদর্শন সুরক্ষায় অধিকতর সচেতনতা তৈরি।

চীনের সাংস্কৃতিক নিদর্শন বিভাগ ও অন্যান্য সংস্থা এ উপলক্ষ্যে দেশজুড়ে ৭ হাজার ২০০ সাংস্কৃতিক নিদর্শনের প্রদর্শনীর আয়োজন করে।

শুধু রাজধানী বেইজিংয়েই প্রদর্শন করা হয় ৫০০ সাংস্কৃতিক নির্দশন; ছিল নানা সাংস্কৃতিক আয়োজন।

রাজধানী বেইজিংয়ের দক্ষিণে ইয়ংতিং গেট থেকে উত্তরের ড্রাম টাওয়ার ও বেল টাওয়ার পর্যন্ত বিস্তৃত সেন্ট্রাল এক্সিসে অবস্থিত ৩২টি কালচারাল হেরিটেজ সাইট উদ্বোধন করা হয় এ’দিন।

দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের ছ্যংতুতে হোমসিটি ইভেন্ট ও সাংস্কৃতিক নির্দশন নিয়ে ফোরাম আয়োজিত হয়। মধ্যচীনের হুবেই প্রদেশের উহান শহরে জাতীয় স্তরের অবৈষয়িক সাংস্কৃতিক নিদর্শন প্রকল্পের অধীনে ১০০টি লোকসংস্কৃতি বিষয়ক পারফরমেন্সের আয়োজন করা হয়।

দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশের তংকুয়ান সিটিতে ড্রাগন বোট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুয়াংতং, হংকং ও ম্যাকাওয়ের ১৮টি নৌকা বাইচদল এতে অংশ নেয়।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn