চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-২১: বর্ণাঢ্য আয়োজনে চীনে সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য দিবস উদযাপন
তংকুয়ানের সংস্কৃতি, বেতার, টেলিভিশন, পর্যটন এবং স্পোর্টস ব্যুরো বিষয়ক কমিউনিস্ট পার্টি সেক্রেটারি সি ছি ব্যাখ্য করলেন এর গুরুত্ব।
তিনি বলেন ‘আকর্ষণীয় এ ড্রাগন বোট প্রতিযোগিতার মধ্য দিয়ে কুয়াংতং, হংকং ও ম্যাকাও আমাদের সাংস্কৃতিক উত্তরাধিকারের সুরক্ষা এবং বিনিময় আরও ভালোভাবে করতে পারবে’।
দক্ষিণ চীনের হাইনান প্রদেশের হাইখৌ সিটিতে তিন হাজার বছরের ঐতিহ্যসমৃদ্ধ লি জাতিগোষ্ঠীর বৈশিষ্ট্যময় সংস্কৃতিকে তুলে ধরে আয়োজন করা হয় সিরিজ ইভেন্টের।
চীনের জাতীয় অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য তালিকার প্রথম ব্যাচে স্থান পাওয়া লি জাতিগোষ্ঠীর অনন্য বুনন কৌশল তুলে ধরা হয় এ আয়োজনে।
বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য বিষয়ক চীনা বিশেষজ্ঞ কমিটি সদস্য সং ফেং উচ্চ মূল্যায়ন করেন লি জাতিগোষ্ঠীর সমৃদ্ধ সংস্কৃতির।
তিনি বলেন, ‘প্রজন্মের পর প্রজন্ম ধরে লি জাতিগোষ্ঠীর মানুষ এ দ্বীপে বসবাস করছেন। তারা নিজেদের অনন্য বৈশিষ্টসম্পন্ন সংস্কৃতি গড়ে তুলেছেন। প্রাকৃতিক সম্পদ এবং সাংস্কৃতিক- দু’দিক থেকেই হাইনানের গ্রীষ্মণ্ডলীয় রেইনফরেস্ট এবং লি জাতিগোষ্ঠী এখানকার উচ্চ প্রতিনিধিত্ব করে’।
লি জাতিগোষ্ঠীর সমৃদ্ধ সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরি হয়েছে চীনের নতুন প্রজন্মের। একজন বিশ্ববিদ্যালয় ছাত্রী যেমন বলছিলেন তার গভীর আগ্রহের কথা: