চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-২০
তিনি বলেন ‘আমাদের এমন একটা গৌরবের ইতিহাস রয়েছে। আজ আমরা আমাদের গৌরবের ইতিহাসের পুনরুজ্জীবন ঘটাচ্ছি। এ গৌরব ধরে রাখতে আমাদের পরবর্তী প্রজন্মকে সচেতন হতে হবে’।
৩. অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রসারে হাইনানে শপিং উৎসবে নানা আয়োজন
সম্প্রতি দক্ষিণ চীনের হাইনান প্রদেশের হাইখৌ শহরে অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে একটি কেনাকাটা উৎসবের আয়োজন করা হয়।
এতে ২৬টি বুথের ব্যবস্থা করা হয়, যেখানে পারফর্মাররা তাদের ইন্টারেক্টিভ কার্যকলাপের মাধ্যমে পর্যটকদের বিনোদন দেন।
অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন ছাড়াও ঐতিহ্যবাহী যন্ত্র ব্যবহার করে সঙ্গীত পরিবেশন এবং জাতিগত সংখ্যালঘুদের লোকগানও পরিবেশন করা হয়।
আয়োজকরা জানান, পর্যটকদের স্থানীয় সংস্কৃতির সমৃদ্ধ বৈচিত্রের সঙ্গে পরিচয় করানোর পাশাপাশি কেনাকাটা, ক্যাটারিং এবং বিনোদনমূলক পরিষেবাগুলোও অন্তর্ভুক্ত থাকে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা এই ধরনের ইভেন্টের লক্ষ্য।
প্রতিবেদন ও কণ্ঠ: রওজায়ে জাবিদা ঐশী, মাহমুদ হাশি
অডিও সম্পাদনা: হোসনে মোবারক সৌরভ, রফিক বিপুল
প্রযোজনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম
সার্বিক তত্ত্বাবধানে: ইউ কুয়াং ইউয়ে আনন্দী।