বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-২০

CMGPublished: 2023-06-10 15:06:56
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের সাংস্কৃতিক উত্তরাধিকার রক্ষায় প্রেসিডেন্ট সি’র যুগান্তকারী দিক-নির্দেশনা

চীনের রাজধানী বেইজিংয়ের উত্তরপ্রান্তে ইয়ানশান পাহাড়ের পাদদেশে অবস্থিত চীনের প্রকাশনা ও সংস্কৃতি বিষয়ক জাতীয় আর্কাইভ।

একাধারে লাইব্রেরি, জাদুঘর, আর্ট গ্যালারী, আর্কাইভ ও প্রদর্শনীকেন্দ্র সমৃদ্ধ এ জাতীয় আর্কাইভ চীনের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের আঁধার।

এখানে রয়েছে ১৬ মিলিয়ন কপি ঐতিহাসিক টেক্সট, ৩০ হাজার অতি উচ্চমানের আধুনিক চীন সম্পর্কিত বই। রয়েছে স্ট্যাম্প, প্রাচীন মুদ্রা এবং টেরাকোটা যোদ্ধার অমূল্য সাংস্কৃতিক নির্দশন।

১ জুন জাতীয় আর্কাইভ পরিদর্শনে এসে চীনা সভ্যতার ঐতিহাসিক এ সব অমূল্য সাংস্কৃতিক নির্দশন রক্ষায় সর্বোচ্চমাত্রায় উদ্যোগী হতে নির্দেশনা দেন প্রেসিডেন্ট সি।

প্রেসিডেন্টের নির্দেশনায় উ্জ্জীবিত জাতীয় আর্কাইভের ডেপুটি কিউরেটর ওয়াং নিং।

তিনি বলেন- ‘সাধারণ সম্পাদকের সফরের সময় আমরা দেখেছি প্রাচীন বইপত্রের বিষয়ে তিনি কতটা গুরুত্ব দিয়েছেন। তিনি প্রতিটি নিদর্শন খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন এবং অমূল্য সম্পদ হিসেবে এগুলোর প্রশংসা করেছেন। সাধারণ সম্পাদকের নির্দেশনা অনুযায়ী আমরা একটা সমৃদ্ধ যুগের মূল্যবান এ সাহিত্যসম্পদকে খুব ভালোভাবে রক্ষা করবো এবং বিশ্বে একমাত্র প্রবহমান সভ্যতার গৌরবগাঁথা তুলে ধরবো।

২ জুন প্রেসিডেন্ট সি বেইজিংয়ে চীনের ইতিহাস একাডেমি পরিদর্শন করেন এবং সেখানে তিনি চীনের সাংস্কৃতিক উত্তরাধিকার ও উন্নয়ন বিষয়ক একটি সিম্পোজিয়ামে যোগ দেন।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn