চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-১৬
‘চীনা চলচ্চিত্র এবং টিভি অনুষ্ঠানগুলি এখন তাজিক দর্শকদের কাছে খুব জনপ্রিয়। তিনটি সিএমজি প্রোগ্রাম আমাদের টিভি স্টেশনের অনুষ্ঠানে বৈচিত্র এনেছে। এটি তাজিকিস্তানে চীনা সংস্কৃতির বিস্তারকে সহজতর করবে এবং আমাদের দুদেশের মধ্যে সুসম্পর্ক এবং পারস্পরিক কল্যাণ বয়ে আনবে’।
কিরগিজ টেলিভিশনের সাংবাদিক শাইয়ারবেক আরাপভ জানালেন চীনকে আরও গভীরভাবে জানার আনন্দের কথা।
‘স্লো ট্রেন’ ডকুমেন্টারি দেখার পর আমি চীনা ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে আরও জেনেছি। চীনা রীতিনীতি আমার মনে গভীর ছাপ ফেলেছে। চীনা ঐতিহ্য আমাদের থেকে অনেক আলাদা, যা দেখতে আকর্ষণীয় ও আনন্দের। আমি আশা করি ভবিষ্যতে আমাদের দেশে চীনা চলচ্চিত্র এবং টিভি অনুষ্ঠান আরও দেখতে পাব’।
তাজিকিস্তানের টেলিভিশন দর্শক ভাখাবভ মানুচেহরও দারূণ উপভোগ করেছেন চীনা চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠান।
‘আমি চীনা সংস্কৃতি সম্পর্কে- খাবার থেকে শুরু করে রীতিনীতি এবং ঐতিহ্যের বিভিন্ন অনুষ্ঠান দেখতে সত্যিই উপভোগ করি। এটি আমাকে চীন সম্পর্কে গভীরভাবে বুঝতে সাহায্য করে যেটি সমৃদ্ধ সম্পদ, বিশাল পাহাড় এবং সুন্দর নদীসহ একটি বিশাল দেশ’।
কাজাখস্তান এবং তুর্কমেনিস্তান মে মাস জুড়ে সম্প্রচার করা হবে এ সব চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠান।
এর আগে আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকাসহ বিশ্বজুড়ে বিভিন্ন দেশের স্থানীয় মিডিয়ায় ১০০টি দেশ কিংবা ভাষায় সম্প্রচার হয়েছে সিএমজি নির্মিত অনুষ্ঠান।
২. সিনচিয়াংয়ের উইগুরদের পরিবেশনায় মুগ্ধ শেনচেন
সৌন্দর্যের লীলাভূমি উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল। আর এই সুন্দর অঞ্চলের ঐতিহ্য ও সংস্কৃতির প্রচার ও প্রসার ঘটাতে ‘সিনচিয়াং একটি ভালো জায়গা’ শিরোনামে দক্ষিণের শহর শেনচেনে বর্ণাঢ্য এক আয়োজন করা হয়। এর মাধ্যমে শুধু সংস্কৃতি নয়, এই অঞ্চলের সামাজিক এবং অর্থনৈতিক অর্জনগুলোও প্রদর্শন করা হয়।
উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের শৈল্পিক এবং সাংস্কৃতিক ভাণ্ডারকে তুলে ধরে বাদ্যযন্ত্রের তালে তালে নৃত্য পরিবেশন করে কয়েকটি দল।