চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-১৬
অনুষ্ঠানে অন্য অতিথি ও আলোচকদের পাশাপাশি বিদেশি ভাষায় কোনো দেশের শ্রেষ্ঠ বই প্রকাশের গুরুত্ব তুলে ধরেন আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
চীন যদি তার শ্রেষ্ঠ বইগুলো অন্যভাষায় প্রকাশ করলে তবে চীনের প্রতিও বিশ্বের অন্য দেশের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা বাড়বে বলে মনে করেন বাংলাদেশের বরেণ্য এ শিক্ষাবিদ।
তবে, অনুবাদের ক্ষেত্রে সমস্যার কথা তুলে ধরে পরিত্রাণের পথও বাতলে দেন অধ্যাপক সায়ীদ।
চীনের মতো বড় একটি দেশের পক্ষে এটি কঠিন কাজ নয় বলে মনে করেন তিনি।
শিল্প-সাহিত্য সংস্কৃতির জগতে পাশ্চাত্য নির্ভরতা কাটিয়ে উঠতে বাংলাদেশে চীনের সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠারও পরামর্শ দেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
------------------------------------------------------------------------------
প্রতিবেদন ও কণ্ঠ: রওজায়ে জাবিদা ঐশী, মাহমুদ হাশিম
অডিও সম্পাদনা: হোসনে মোবারক সৌরভ, রফিক বিপুল
প্রযোজনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম
সার্বিক তত্ত্বাবধানে: ইউ কুয়াং ইউয়ে আনন্দী।