বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-১১: চীন-স্পেন কূটনৈতিক সম্পর্কের ৫০ বর্ষপূর্তিতে যৌথ কনসার্ট

CMGPublished: 2023-04-08 15:52:26
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

কনসার্টটি চীনের সেন্ট্রাল টেলিভিশনের মিউজিক চ্যানেল এবং স্পেন ও অন্যান্য ইউরোপীয় দেশগুলোর মূলধারার মিডিয়া প্ল্যাটফর্মসহ একাধিক প্ল্যাটফর্মে সম্প্রচারিত হয়।

এর আগে উদ্বোধনী কনসার্টের মধ্য দিয়ে চীন-স্পেন সংস্কৃতি ও পর্যটন বর্ষ শুরু হয়। স্পেনের মাদ্রিদের জাতীয় সঙ্গীত অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী হু হ্যপিং, কূটনীতিকসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় চীনা এবং স্প্যানিশ গানের উপাদানের সমন্বয়ে "দ্য সান অলওয়েজ শাইনস অন আওয়ার ফ্রেন্ডশিপ" নামে দুই দেশের অর্কেস্ট্রাশিল্পীরা একটি নতুন তৈরি করা কাজের অংশ পরিবেশন করেন।

অনুষ্ঠানের আরেকটি অংশে, "দ্য ড্রাঙ্কেন বিউটি" উপস্থাপন করেন চীনা শিল্পীরা। আর পিকিং অপেরার অনন্য শৈলি স্প্যানিশ দর্শকদের মুগ্ধ করে। অন্যদিকে, স্প্যানিশ সোপ্রানো গায়ক এস্টিবালিজ মার্টিনের কণ্ঠে চীনের অন্যতম জনপ্রিয় গান "আই লাভ ইউ, চায়না" চীনা দর্শকদের মুগ্ধ করে। শিল্পী নিজেও আনন্দিত গানটি গাইতে পেরে।

‘আই লাভ ইউ, চায়না’ গানটি আমি গেয়েছি, যেটি সেখানে খুব জনপ্রিয়। আমি এটি গাইতে পেরে সম্মানিত এবং আনন্দিত বোধ করছি। সত্যি বলতে, একজন সোপ্রানো গায়কের জন্য এটি টেকনিক্যালি খুব কঠিন, কিন্তু আমি এটি করেছি। আমার খুব ভালো লাগছে'।

ইভেন্টে অংশগ্রহণকারী বক্তারা জানান, সংস্কৃতি ও পর্যটনের মাধ্যমে চীন এবং স্পেনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপন করা হচ্ছে। আর এর মাধ্যমে দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং উপলব্ধি বৃদ্ধি পাচ্ছে বলে মনে করেন তারা।

চিরায়ত চীনা সাহিত্য

ওয়েন থিংইয়ুন: চীনের প্রকৃতি ও প্রেমের গীতিকবি

থাং রাজবংশের শেষদিকের কবি ওয়েন থিংইয়ুন। তিনি গীতিকবিতার জন্য বিখ্যাত। থাং রাজবংশের শেষ দিককার এবং সং রাজবংশের সময়কার গীতিকবিতার ধারার অন্যতম সেরা লেখক ওয়েন। তার অনেক কবিতায় ফুলের বাগান সেখানে নিঃসঙ্গ নারীর মনোবেদনা এবং রোমান্টিক ভালোবাসার আবেদন প্রকাশিত হয়েছে।

ওয়েন থিংইয়ুন হুয়া চিয়ান বা সি ধারার প্রতিষ্ঠাতা কবি। এই ধারার কবিতায় ফুল, উদ্যান ইত্যাদির বর্ণনা প্রাধান্য পায়। তার লেখা ৭০টির মতো সি কবিতা বা ফুলের ধারার কবিতা পরবর্তি প্রজন্মের কাছে পৌঁছায় এবং বেশ প্রভাব বিস্তার করে।

ওয়েন থিংইয়ুন শানসি প্রদেশের ছি শহরের কাছে জন্মগ্রহণ করেন। তার জন্মসাল নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে। অনেকে বলেন তার জন্ম ৮১২ সালে। আবার অনেক পণ্ডিত মনে করেন তার জন্মসাল ৭৯৮ খ্রিস্টাব্দ।

ওয়েন থিংয়ুন ছিলেন উচ্চবংশজাত। তার পূর্ব পুরুষ ওয়েন ইয়ানপো থাং রাজবংশের প্রথম দিকে প্রধানমন্ত্রী ছিলেন। তবে ওয়েন থিংয়ুন শৈশবেই তার বাবাকে হারান। এই অকাল মৃত্যুর ফলে কবির শৈশব কাটে দারিদ্র্যের মধ্যে। তার লেখাপড়াই বন্ধ হয়ে যায়। তবে তার বাবার একজন বন্ধু এ সময় সাহায্যে এগিয়ে আসেন এবং তার লেখাপড়ার খরচ জোগান। নিজের ছেলে তুয়ান ছাংশির সঙ্গে ওয়েনকে প্রতিপালন করেন।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn