চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-১১: চীন-স্পেন কূটনৈতিক সম্পর্কের ৫০ বর্ষপূর্তিতে যৌথ কনসার্ট
চীন ও স্পেনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে চায়না মিডিয়া গ্রুপ সিএমজির আয়োজনে বার্সেলোনা ও বেইজিংয়ে একযোগে কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এ ইভেন্টে চীন ও স্পেনের শতাধিক শিল্পী অংশ নিয়ে ‘গভীর বন্ধুত্ব গড়ে তোলা’ এই গানটি পরিবেশন করেন, যা তৃতীয় চীন-ইউরোপ সঙ্গীত উৎসব এবং কনসার্টেরও অংশ ছিল।
কনসার্টে দুটি দেশের নৃত্য এবং সংগীতের ক্লাসিক অন্তর্ভুক্ত ছিল। এ সবের মধ্যে চীনের 'রেড লিলিস ক্রিমসন অ্যান্ড ব্রাইট' ও 'লিউইয়াং নদী' এবং স্পেনের 'কারমেন ফ্যান্টাসি' ও 'মেমোরিস অফ দ্য আলহাম্ব্রা' স্থান করে নেয়।
এর আগে চীনে নিযুক্ত স্প্যানিশ রাষ্ট্রদূত রাফায়েল ডেজকলার ডি মাজারেডো কনসার্টটি আয়োজন করার জন্য সিএমজির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উল্লেখ করেন, সংগীত এবং সংস্কৃতি বিভিন্ন দেশের মধ্যে সেতুবন্ধন ঘটাতে পারে, যার ফলে প্রতিটি দেশের মানুষ একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারে।
এদিকে, কনসার্টটি দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও শৈল্পিক বিনিময়কে আরো উন্নীত করবে বলে মন্তব্য করেছেন স্পেনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত উ হাইথাও। এ সময় তিনি দু'দেশের সম্পর্কের ৫০তম কূটনৈতিক বার্ষিকীর কথা উল্লেখ করে বলেন, চীন স্পেনের সঙ্গে তার ঐতিহ্যবাহী বন্ধুত্বকে মূল্য দেয় এবং দুই দেশের মধ্যে সম্পর্কের দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করতে নতুন উচ্চতায় কৌশলগত অংশীদারিত্বকে প্রাধান্য দেয়।
গান ও নাচকে বিশ্ব দরবারে উপস্থাপন করার ক্ষেত্রে দুই দেশের শিল্পীদের একে অপরের কাছ থেকে শিখতে পারা এবং একসঙ্গে বেড়ে উঠার আশা প্রকাশ করেন চায়না ওরিয়েন্টাল পারফরমিং আর্টস গ্রুপের চেয়ারম্যান চিং সিয়াওয়ং। এতে দু'দেশের সংগীতপ্রেমীরাও উপস্থিত ছিলেন।