বাংলা

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-১০

CMGPublished: 2023-04-01 18:27:03
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এ বছর সাংহাই ফ্যাশন সপ্তাহের ২০তম বার্ষিকী অনুষ্ঠিত হচ্ছে। চলমান এই ইভেন্ট চলবে আগামী এপ্রিলের ৫ তারিখ পর্যন্ত।

এদিকে, বেজিংয়েও শরৎ ও শীতকালীন চীন ফ্যাশন সপ্তাহ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। "এক্সট্রিম ইনোভেশন ট্রাভেল" এই সিজনের ইভেন্টের থিম। এবারের ফ্যাশন সপ্তাহে দেশ-বিদেশের ডিজাইনারদের অংশ গ্রহণে ১’শ টিরও বেশি ফ্যাশন ইভেন্ট অনুষ্ঠিত হয়।

চীনের একমাত্র জাতীয় পর্যায়ের ফ্যাশন সপ্তাহ হিসেবে, এই ইভেন্টটি ২৬ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে।

আয়োজকরা জানান, চীনের ফ্যাশন শিল্পের বিকাশের সাক্ষী এই ইভেন্টটি ডিজাইনার এবং ব্যবসায়ীদের মধ্যে একটি সেতুবন্ধন হয়ে উঠেছে।

২. চায়না ফুড ফেস্টিভ্যাল ২০২৩: চাঙ্গা হচ্ছে ক্যাটারিং খাত

কোভিড মহামারি কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে চীনের অর্থনীতি। অন্য খাতগুলোর মতোই দেশটির ক্যাটারিং খাতকে চাঙ্গা করতে নেওয়া হয়েছে বছরব্যাপী কর্মসূচি। চায়না ফুড ফেস্টিভ্যাল ২০২৩ নামের এ উৎসব চলছে চীনের বিভিন্ন স্থানে। উৎসবের আমেজে চীনের বিভিন্ন অঞ্চলের বৈচিত্রময় খাবারের স্বাদ নিচ্ছেন স্থানীয় বাসিন্দা ও বাইরে থাকা আসা পর্যটকরা।

দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের ছংতু শহরে ক্যাটারিং সেক্টরকে চাঙ্গা করতে ২৩ মার্চ শুরু হয়েছে চায়না ফুড ফেস্টিভ্যাল ২০২৩।

বাণিজ্য মন্ত্রণালয়, মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয় এবং সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের যৌথ পৃষ্ঠপোষকতায় আয়োজিত উৎসবটি দেশব্যাপী ভোগপ্রবণতা বাড়ানোর মাসব্যাপী উদ্যোগের অংশ।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn