চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-১০
শরৎ ও শীতকালীন সাংহাই ফ্যাশন সপ্তাহ ২০২৩ জমে উঠেছে। সাংহাইয়ের সিনথিয়ানতি জেলায় উদ্বোধনী ক্যাটওয়াক শো দিয়ে শুরু হয় এবারের ফ্যাশন সপ্তাহ। ব্রিটিশ ব্র্যান্ড হ্যাজিসের সর্বশেষ রয়্যাল ক্লাব সংগ্রহ পরিধান করে রানওয়েতে কুকুরসহ ক্যাটওয়াক করেন মডেলরা।
যেহেতু হ্যাজিসের লোগো একটি কুকুর, তাই মঞ্চে সরাসরি কুকুরের উপস্থিতিতে দর্শককে কিছুটা অবাক করে দেয়।
একজন দর্শক যেমন বলছিলেন, "আমি আশা করিনি যে সেখানে সত্যিকারের কুকুরছানা থাকবে। আমি ভেবেছিলাম কুকুরের উপাদানটি শুধুমাত্র লোগোতে বা অন্য আকারে দেখানো হবে। কুকুরের উপাদানটি অনেকবার উপস্থিত হয়েছে, যা অপ্রত্যাশিত ছিল। ব্র্যান্ডটি কুকুরকে খুব ভালোভাবে প্রদর্শন করেছে।
ফ্যাশন-সম্পর্কিত কোর্সের শিক্ষার্থীরাও উদ্বোধনী অনুষ্ঠানটি দেখে অনুপ্রাণিত হন। ফ্যাশন ডিজিইনিংয়ে শিক্ষার্থী চৌ সিয়াংশেং শো সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করেন।
‘শোতে পোষা প্রাণী ছিল। ফ্যাশন সপ্তাহে এটি আমার প্রথমবার। এটা সত্যিই চমৎকার। ফ্যাশন ডিজাইন অধ্যয়নরত একজন ছাত্র হিসাবে, আমিও শো থেকে অনেক কিছু শিখেছি’।
ফ্যাশন শিল্পে টেকসই উন্নয়নের উপর দৃষ্টি নিবদ্ধ করতে, বিশেষজ্ঞ এবং নেতৃস্থানীয় উদ্যোগের প্রতিনিধিরা এ ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে সমবেত হন এ অনুষ্ঠানে।
আয়োজকরা জানান, এই মৌসুমে, ইভেন্টটি সোশ্যাল মিডিয়াতে দিনে নয় ঘন্টার মতো দেখানো হচ্ছে। এতে ফ্যাশনে আগ্রহী ব্যক্তিদের যেখানেই থাকুক না কেন শো’তে প্রদর্শিত সবশেষ প্রবণতাগুলো পর্যবেক্ষণ করতে সুবিধা হয়।