চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য-৮: হংকংয়ে মনমাতানো ক্লকেনফ্ল্যাপ মিউজিক অ্যান্ড আর্টস ফেস্টিভ্যাল
ক্লকেনফ্ল্যাপ মিউজিক অ্যান্ড আর্টস ফেস্টিভ্যাল হংকংয়ে নিয়মিতভাবে আয়োজিত একটি আইকনিক বিনোদন ইভেন্ট।
কোভিড মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গেল সপ্তাহে বিশেষ প্রশাসনিক অঞ্চলের সেন্ট্রাল হারবারফ্রন্টে এই ইভেন্টটি অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় শিল্পীদের পাশাপাশি আন্তর্জাতিক শিল্পীরাও অংশ নেন। তাদের গানের পরিবেশনা সঙ্গীত অনুরাগীদের ভীষণ আকৃষ্ট করে।
তিন দিনের ইভেন্টটি ছয়টি ভিন্ন পর্যায়ে সাজানো হয়। এতে বিশ্ব-মানের অভিনয় থেকে শুরু করে স্থানীয় বিভিন্ন বৈচিত্র্যময় পারফরম্যান্স দেখানো হয়, যেখানে বিখ্যাত ব্রিটিশ রক ব্যান্ড আর্কটিক মাঙ্কি এবং ফনিক্স অংশ গ্রহণ করে।
স্থানীয় শিল্পীরা মনে করেন, গত কয়েক বছরে এই অঞ্চলে অনুষ্ঠিত সেরা বিনোদন ইভেন্টগুলোর মধ্যে একটি ক্লকেনফ্ল্যাপ মিউজিক অ্যান্ড আর্টস ফেস্টিভ্যাল।